কবি পরিচিতিঃ
কবি শহীদুল্লাহ হক ভূইয়া, ডাক নাম শহীদুল্লাহ, পিতা/মৃত, আব্দুর রউফ ভূইয়া, মাতা মাজেদা বেগম,স্ত্রী ও দুই ছেলে নিয়ে তাদের সুখের সংসার। কবি নারায়ণগঞ্জ জেলার,আড়াইহাজার থানার দিঘলদী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ভূইয়া বংশে জন্মগ্রহণ করেন। আসলে কবি যখন ২০০১ সালে এস,এস,সি পরীক্ষা দেন তারপর থেকেই তার কবিতা লেখার ইচ্ছে জাগে। তার শৈশব থেকেই শিক্ষা জীবনের প্রায় ৮০ ভাগ সময় নানির বাড়িতে কাটে।তারপর কবির নিজের বাড়িতে স্থায়ি হয়ে নরসিংদী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে "ম্যানেজমেন্ট" এর উপর মাষ্টার্স (M.B.S) শেষ করেন। শিক্ষার পরিসমাপ্তিতে একটা প্রাইভেট কোম্পানিতে হিসাব বিভাগে যোগদান করেন। অবসর সময় লেখা-লেখি এবং গান শুনতে ভাল লাগে।
০১
বাংলাদেশের ছিফত
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ,
তার মত আর নেই কোনো দেশ।
সুখের জীবন গড়ে ওঠে
বিন্দুমাত্র নেই কোনো ভুল,
তাই বিশ্ববাসী হয় আকুল।।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ,
রূপ লাবন্যে ভরা আমার এ সোনার দেশ।
সোঁনার ধানে ছেয়ে গেছে স্বর্ণরূপে
তাই দেখে মন নেচে ওঠে বহুরূপে,
হৃদয়ে ফাগুন তোলে সূর লহরে।।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ,
বিদেশীদের নাম দেওয়া স্বর্গের দরজা নেই তার লেশ।
যুগে যুগে হাতছানি দিয়ে ডেকেছে
সাত সমুদ্র তের নদী পারি দিয়ে এসেছে,
প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়েছে।।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ,
সবকিছুতেই ছড়িয়ে রয়েছে অমূল্যরতন নেই তার শেষ।
এতদ্ব সত্ত্বে ক্ষুদ্র হয় অমূল্য মানিক
সবার কাছে গ্রহণযোগ্য সম্ভাবনাময়,
বাংলাদেশে রয়েছে পরশমানিক যা স্বঁপ্নময়।।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ,
তার ছিফত গাই আজীবন হৃদয়ে লাগে যেন বেশ।
মনুষ্যের মুখে শোভা পায় নতুন ব্যঞ্জনা
নব উত্থান শুরু হয় মন যেন আনমনা,
তাই শুনে বাঙ্গালি করে স্রষ্টার আরাধনা।।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ,
কি আর বলবে যে বাংলাদেশে কোনো কিছুর নাই শেষ।
সবার শেরা সে যে আমার দেশ
নয়ন ভুলানো যেন বাংলাদেশ,
বাঙ্গালি ও বাংলা মিশে আছে সুন্দর বেশ।।
০২
'বাংলার কবি'
কবিতা লিখে কবি
শিল্পী আঁকে ছবি
স্পষ্টভাষি জ্ঞান আবির্ভূত সৃষ্টির রবি।
মন যা ভাবে নাহি পায় প্রকাশ,
মনে মনে হই নানা শিল্পীর দ্বাশ।।
লিখতে চাই কবিতা
হতে চাই ছোট্ট রবি
যাকে লোকে এক নামে বলে কবি।
আমি বাঙ্গালি বাংলায় জন্মে হয়েছি সার্থক,
বাংলা ছাড়া অন্য ভাষা ভাবি শুধুই অনর্থক।।
বাংলায় সোনার খনি
আছে সাহিত্যের মণি
সেই বাংলায় রেখে যাব মরনের পর স্মৃতি খানি৷
আমি কবু নাহি চাই বিলাসিতার দাম,
চাই শুধু বাংলার ভিড়ে আমৃত্যু নাম।।
০৩
'চাকুরি জীবন'
কাজের কাজি
চাকুরিতে আসি
অবসরে বসি
মনেতে কষি।
অলসতায় মজি
জীবনটা বুঝি
গড়াচ্ছে সুজি।
সম্মূখে দেখি
লাইফ আঁকি
নেব ঝুঁকি।
অফিসটাইম বিজি
নিজেকে আজি
রাখব বাজি।
জীবনের নৌকা
দেখব আঁকা
রঙ্গীন মাখা।
মানব স্যার
করবনা আর
বেয়াদবির ভার।
গতিময় জীবন
সফলতায় আজীবন
সাজাবো মনপবন।
'মায়ের মন'
শহীদুল্লা হক ভূইয়া
০৪
'মায়ের মন'
মায়ের মত মন যার,
তার চোখেতে রব রাত দিন ভর।
সে যে আমার চোখের মণি,
তার বিহণে বিনাশ হয় যেন দেহখানি।
জননীর মত পরিচিত মুখ নাহি আছে আর,
যুগে যুগে তারই রব কখনো হব নাত পর।
মাতৃক্রোর বিলিয়ে দেয় স্বয়ং তনুমন,
তারই পদতলে বেঁচে থাকব আজীবন।
'মা'ছাড়া দুনিয়াটা লাগে বড় সংশয়,
সর্বদা তাই মায়ের মনিকোঠয় থাকব চির অক্ষয়।
০৫
'তুমি কাছে এলে'
তুমি আমার কাছে এলে,
মনে হয় হৃদয় ডানা মেলে
ঘুরে বেড়াই হেসে খেলে।
তুমি আমার কাছে এলে,
হৃদয় অঙ্গনে ফাগুন তুলে
হারিয়ে যাই অজানা উৎফুল্লে।
তুমি আমার কাছে এলে,
ইচ্ছে করে প্রজাপতির পাখার ছলে
উড়িয়ে নিয়ে যাই দূর অঞ্চলে।
তুমি আমার কাছে এলে,
সব সৃষ্টি জ্বলে দাবানলে
নতুন সৃষ্টি হয় তোমার ছলে।
তুমি আমার কাছে এলে,
কি যে অসীম সুখ মেলে
যায় না ভাষায় বলে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com