1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

কবি/লেখক- মোঃ রেজাউল ইসলাম -এর পরিচয় ও সাহিত্যকর্ম

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

নামঃ মোঃ রেজাউল ইসলাম

জন্ম তারিখ ও স্থানঃ ৩০ডিসেম্বর ২০০৪, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, বাংলাদেশ।

পিতার নামঃ মোঃ হাফিজুল ইসলাম

মাতার নামঃ মোছাঃ রেহেনা বেগম

 

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি – বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

এইচএসসি – বালিয়াডাঙ্গী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

 

পেশা ও কর্মজীবনঃ বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অনার্স ১ বর্ষের (বিএ) এর শিক্ষাথী, পাশাপাশি সাহিত্যচর্চা, ও গবেষণার কাজে নিয়োজিত।

 

সাহিত্যিক জীবনঃ একাদশ শ্রেণিতে পড়াশোনা সময় কালে তার কবিতা ও গল্প জীবন শুরু করেন।তার কবিতা ও গল্প বিভিন্ন পত্র-পত্রিকার, ম্যাগাজিন,বইয়ে প্রকাশিত হয়।

 

প্রকাশিত যৌথ কব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ সমূহঃ তার মধ্যে উল্লেখ যোগ্য-যৌথ কাব্যগ্রন্থ শেষ চিরকুট, আকাশ ভালবাসি, অভিমানী, অজানা প্রান্তর,ও দশকন্ঠে কবিতা,কবির যুদ্ধ কলমে, যৌথ গল্পগ্রন্থ কবিদের গল্প, বইয়ে কিছু কবিতা ও গল্প লেখেছেন।

 

সম্পাদিত গ্রন্থঃ এখনো তৈরী করা হয়নি তবে ভবিষ্যতে করা হবে।

 

পুরস্কার ও সম্মাননাঃ যৌথ কাব্য গ্রন্থ ও গল্পগ্রন্থ থেকে ইচ্ছাশক্তি প্রকাশনী, থেকে প্রকাশিত সাহিত্যে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করেন। ও সাজতারা প্রকাশন, থেকে প্রকাশিত সাহিত্যে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করেন।

 

আগ্রহ ও বিশেষ ক্ষেত্রঃ কবিতা, আধুনিক গল্প, শিশু সাহিত্য গল্প।

 

সাংগঠনিক কর্মকাণ্ডঃ জাতীয় কবি ও সাহিত্য সংসদের সদস্য, ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের সদস্য, ও মাতৃস্মৃতি সাহিত্য কবি পরিষদের সদস্য।

 

গ্রামঃ (দুওসুও) আমতলা।

উপজেলাঃ বালিয়াডাঙ্গী।

জেলাঃ ঠাকুরগাঁও।

বিভাগঃ রংপুর।

জাতীয়তাঃ বাংলাদেশী।

ধর্মঃ ইসলাম।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।

উচ্চতাঃ ৫.৭

ওজনঃ ৫০

রক্তঃ ও+

বর্তমান ঠিকানাঃ বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।

স্থায়ী ঠিকানাঃ বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও – ৫১৪০।

মোবাইলঃ ০১৩১৫২৫২৫৭২

ফেসবুক আইডিঃ https://www.facebook.com/share/16qqMZqmzN/

ওয়েবসাইটঃ https://selflessorg.wordpress.com/

ই-মেইল: rezaul301204@email.com

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park