মু.একরামুল হক আরিফ মিয়াজী ১৯৮৯ সালের ৩০শে জানুয়ারি ফেনী জেলার সোনাগাজী থানার আট নং আমিরাবাদ ইউনিয়নের চরলামছি এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই, তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। পিতা সাহাব উদ্দিন (বীর মুক্তিযোদ্ধা) মাতা সাজেদা আক্তার (গৃহিণী)। তিনি ফেনী সরকারি কলেজ থেকে (সেশন ২০০৬-০৭) বি,এস, এস Secend Division/Class পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। সেখানে পিলি (প্রথম পর্ব) শেষ করে কর্মের উদ্দেশ্যে ঢাকা চলে যান। বর্তমানে ঢাকাতে উত্তরা ল`কলেজে অধ্যয়নরত আছেন। তার যৌথ কাব্যগ্রন্থ: নির্বাচিত ২৫০ কবির কবিতা (অমর একুশে বইমেলা ২০২৪) হৃদয়ের কাব্য কথা (অমর একুশে বইমেলা ২০২৪) শতকাব্য (অমর একুশে বইমেলা ২০২৪) উদীয়মান কবি (অমর একুশে বইমেলা ২০২৩) নিসর্গ নিনাদ- ২০২৪. সময় পেলেই লিখেন সাপ্তাহিক "স্বদেশ কন্ঠ" পত্রিকায়। স্বদেশ কন্ঠ সাহিত্য সাময়িকীতে প্রকাশিত কবিতার মধ্যে.. যেমন:- আমি চাষী (14 March 2023) আল আকসা (24 Oct 2023)
দূরের পথে (28 Feb 2023) হৃদয়ের পাতায় (18 Apr 2023) স্বাধীনতা (28 Mar 2023) প্রার্থনা (27 June 2023) তোমাদের ভূলবোনা (21 Feb 2023) হারিয়েছি প্রদীপ (20 Sep 2023) "আপনার কলম চলুক দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য"। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৪৭০
(যেখানে রাসূলের নাম আসবে অবশ্যই (সাঃ)পড়বেন)
আমি নই রবি,নই কোন কবি।
আমি নই উদয়-অস্তের কোন ছবি।
আমি নই কবির কবিতার সূর-ছন্দ
নই তার কলমের গল্প উপন্যাস প্রবন্ধ।
আমি অতিশয় তুচ্ছ অতি নগন্য।
আমি নই,কোন বিশ্ব নেতার ঐতিহাসিক ভাষণ।
নেই আমার রাজ্য-সাম্রাজ্য কোন রাজ সিংহাসন।
যেখান থেকে শুরু আমার,সেখানেই শেষ।
হৃদয় আমার উন্মুক্ত রাখিনা কোন রেষ।
আমি সৃষ্টির সেরা জীব রাসূলের উম্মত।
পড়ি পবিত্র কুরআন,মানি এক আল্লাহর আইন।
হাঁটি সেই পথে যে পথে রয়েছে রাসূলের হাদীস রয়েছে পবিত্র সংবিধান।
রাসূলের দেখানো পথই আমার পথ।
আমি এক হাতে ধরি কালেমার পতাকা অন্য হাতে জুলফিকার।
অন্তরে আছে ঈমানের শক্তি সত্যের পথে লড়বার।
আমি মুসলিম,ঈমান আমার শক্তি,বিশ্ব মুসলিম আমার ভাই।
হাতে-হাত,কাঁদে-কাঁদ মিলিয়ে স্লোগান তুলি-
যেথায় দেখি অন্যায়!
আমি মুসলিম ইসলাম আমার ধর্ম।
মজলুম আমার বন্ধু,দুশমন আমার সেই-
এক আল্লাহ ও রাসূলের অবমাননাকারী যেই।
আমি মুসলিম জালিম অত্যাচারীর সামনে কখনোই নত করিনা শির।
আমার হাতে কালেমার পতাকা স্বপ্নে বিভোর-
মরলে শহীদ বাঁচলে হবো বীর।
আমি মুসলিম,আমার নেই হিংসা-বিদ্বেষ,নেই অহংকার।
করিনা তিরস্কার,অবহেলা,ঘৃণা অন্য ধর্মের প্রতি।
আমি বেঁচে থাকি সত্যিকারের মানুষের জন্য
বেঁচে থাকবো বিশ্ব মানবতার জন্য।
আমি দুর্বল
আমি নগন্য
আমি নই ঘূর্ণিঝড়
নই কোনো মহাপ্রলয়
আমি নই ক্ষুধার্ত সিংহের গর্জন
আমি ন্যায়ের পথের সৈনিক
অন্যায়ের বিরুদ্ধে হিংস্র গর্জন!
আমি মানুষ,বাঁচতে ও চাই মানুষ হয়ে
কোন অমানুষ হয়ে নয়।
আমি বাঁচার মতো করে একদিন বাঁচবো
শত দিন নয়।
সত্যের পক্ষে লড়বো আমি -
সত্যের হবেই জয় ।
আমি সত্য পথের যোদ্ধা
আমি বীরের হাতের জুলফিকার
আমি বাঁচলে বীর হবো মরলে শহীদ।
আমি মজলুমের বন্ধু হবো
শত্রুর মনের আতংক হবো
সত্যের পতাকা হাতে দাঁড়িয়ে থাকবো
উন্নত করে শির!
আমি অন্ন,বস্ত্র, বাসস্থানহীন
তবে,চরিত্রহীন নই
আমি প্রণয়ী,
আমি ভালোবাসতে জানি
তবে,লোভাতুর নই।
আমি ক্ষুধার্ত
ক্ষুধার যন্ত্রণায় কাতর
তবে,লুন্ঠনকারী নই!
আমি বস্ত্র হীন
আমি ভবঘুরে হতে পারি
তবে,অন্যের অধিকার নষ্টকারী নই!
আমি এক আল্লাহ'কে ভয় করি।
কোন অত্যাচারীকে নই।
হবেই হবে একদিন।
সত্যের হবে জয়।
আমার যে ভাঙা তরী কেমন করে পাল তুলি?
কি করে দিবো পাড়ি এই খরতর নদী
ব্যাকুল হয়লো মন,খুঁজিয়া তার কূল-
কূল কি পাবো খুঁজে এই অবেলায়।
আমি মাঝি বসিয়া ভাবি নদীর কিনারাই
এই নিশি ক্ষণে ঝড়ো হাওয়া মনে
কিভাবে করিবো পার এই ঘোর অন্ধকার
হারিয়েছি প্রদীপ খানি।
বেলা হারালাম হেলায়-হেলায় কূলের ভাবনা ভাবিনাই
আলো হারালাম অন্ধকারে মন্দ মেলামেশায়।
আমি মাঝি/এই ভাবিয়া কাঁদি/যে প্রদীপ হারিয়েছি/আসবে না সে ফিরে।
আমি দিশেহারা মাঝি।
এই কূলে আজ অনাহারী,হালাল রুজি খুঁজি।
ঐ কূলে তুমি ওগো থাকিও রাজি।
আজ মিথ্যের গলায় ফুলের মালা
সত্য/বীরের হয় ফাঁসি!
নিজের মতোই আইন আদালত নিজের গড়া নিয়মনীতি!
চলছে যতো নিয়মিত চলবে কতো দুর্নীতি!
চল্ যুবক চল্,একসাথে আজ হাতে-হাতে হাত রাখি-
মিথ্যেবাদী, দুর্নীতিবাজ, ঘুষখোরদের দূর করি!
প্রতিবাদীর স্বপ্ন ছিলো গড়বে সোনার বাংলাদেশ
রক্তচোষা আজব প্রাণী ছারপোকায় সব করলো শেষ।।
গরীব-দুঃখী অনাহারীর হকের টাকা কার কাছে!
সময় হলে মিলবে হিসেব সব কিছুর ঐ একসাথে
হকের বিচার হবে-ই হবে,স্বাধীন বাংলার এই মাঠে!
নারায়ে তাকবীর..
ভেঙে দাও লোহার খাঁচা!
ভেঙে দাও অন্যায় আর অত্যাচারের বন্ধ তালা!
ভেঙে দাও আইনের নামে মিথ্যে যতো রঙ্গশালা!
উড়ে যাক নীল আকাশে বন্ধী পাখি!
কতো আর থাকবে খাঁচাই স্বপ্ন নিয়ে দু'টি আখিঁ!
যে পাখি মুক্ত মনে সূর তুলবে আল-কুরআনের
সেই সূরে প্রাণ জুড়াবে,হাঁসবে আকাশ,হাঁসবে মাটি
গাছ-গাছালি।
ছেড়ে দাও বন্দি থাকা আল-কুরআনের সূরের পাখি।
ভেঙ্গে দাও লোহার খাঁচা,ভেঙে দাও অন্যায় আর অত্যাচারের বন্ধ তালা!
আমরা যদি স্বাধীন দেশের স্বাধীন ছেলে!
কেন নয়?
ন্যায়ের পক্ষে কথা বলাবো বীরের বেশে!
তবে আর দেরি কেন!
অন্যায়েরঐলোহার খাঁচা ভাঙতে তালা।
চল্ -চল্ ন্যায়ের পক্ষে লড়বো মোরা-
ভাঙবো সব অন্যায় আর অবিচারের বন্দিশালা।
ভেঙে দাও লোহার খাঁচা!
ভেঙে দাও অন্যায় আর অত্যাচারের বন্ধ তালা!
আমি যাচ্ছি চলে দূরে বহু দূরের কোন এক পথে
একান্তে প্রকাশ করিবো মনোবাসনা নিরলে বসে
নিরলে বসে গাইবো গান উড়িয়ে দিবো বাতাসে
আমি যাচ্ছি চলে দূরে বহু দূরের কোন এক পথে।
নিরলে বসে বলবো কথা সমুদ্রের ও সাথে
বলবো সব বিরহ-যাতনা ভাসিয়ে দিবো তাতে
ভাসিয়ে দিবো তার উত্তাল ঢেউয়ে-ঢেউয়ে
হারিয়ে যাক দূরে বহু দূরের অচিন কোন দেশে
আমি যাচ্ছি চলে দূরে বহু দূরের কোন এক পথে।
ভাসিয়ে দিবো সব যাতনা বৃষ্টির স্রোতে
আয় বৃষ্টি আয় ঝড়-তুফান নিয়ে!
মুছে ফেল সব বিরহ ব্যাথা নিয়ে যা সব যন্ত্রণা
নিয়ে যা তোর স্রোতে।
আমি যাচ্ছি চলে দূরে বহু দূরের কোন এক পথে।
ভাঙা হৃদয়ে আর না আসি ফিরে
চলে যাই যদি দূরের পথ রেখে না ফিরিবার দেশে
খুঁজিও আমায় বাড়ির মুখের ঐ কদম গাছের নিচে।
খুঁজিও আপন পুকুর ঘাটে
ভাবিও তোমরা বসিয়া তাতে,কি কথা হয়েছিল ঐ কদমের সাথে
আমি যাচ্ছি চলে দূরে বহু দূরের কোন এক পথে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com