মু.একরামুল হক আরিফ মিয়াজী ১৯৮৯ সালের ৩০শে জানুয়ারি ফেনী জেলার সোনাগাজী থানার আট নং আমিরাবাদ ইউনিয়নের চরলামছি এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই, তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। পিতা সাহাব উদ্দিন (বীর মুক্তিযোদ্ধা) মাতা সাজেদা আক্তার (গৃহিণী)। তিনি ফেনী সরকারি কলেজ থেকে (সেশন ২০০৬-০৭) বি,এস, এস Secend Division/Class পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। সেখানে পিলি (প্রথম পর্ব) শেষ করে কর্মের উদ্দেশ্যে ঢাকা চলে যান। বর্তমানে ঢাকাতে উত্তরা ল`কলেজে অধ্যয়নরত আছেন। তার যৌথ কাব্যগ্রন্থ: নির্বাচিত ২৫০ কবির কবিতা (অমর একুশে বইমেলা ২০২৪) হৃদয়ের কাব্য কথা (অমর একুশে বইমেলা ২০২৪) শতকাব্য (অমর একুশে বইমেলা ২০২৪) উদীয়মান কবি (অমর একুশে বইমেলা ২০২৩) নিসর্গ নিনাদ- ২০২৪. সময় পেলেই লিখেন সাপ্তাহিক “স্বদেশ কন্ঠ” পত্রিকায়। স্বদেশ কন্ঠ সাহিত্য সাময়িকীতে প্রকাশিত কবিতার মধ্যে.. যেমন:- আমি চাষী (14 March 2023) আল আকসা (24 Oct 2023)
দূরের পথে (28 Feb 2023) হৃদয়ের পাতায় (18 Apr 2023) স্বাধীনতা (28 Mar 2023) প্রার্থনা (27 June 2023) তোমাদের ভূলবোনা (21 Feb 2023) হারিয়েছি প্রদীপ (20 Sep 2023) “আপনার কলম চলুক দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য”। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৪৭০
কবিতা নং- ০১
ভোগতৃষ্ণা (গীতি)
ছেড়ে-দে মন লোভিষ্ঠতা।
লৌকিকতায় যাও ফিরে...
মনের যত্ন করিলে মন।
সুখের পয়গাম নিকটে....
লোভ দেখানো শয়তানের কাজ।
পড়িস না মন তাঁর ফাঁদে...
লোভ দেখিয়ে নিষিদ্ধ ফল খাওয়াইলো সেই আদমকে ......
অতি লোভে জীবন নষ্ট
নষ্ট হইল চরিত্র...
নষ্ট করলাম নিজের সংসার
নষ্ট হইল ভবিষ্যত....
লোভে পড়ে ছাড়লাম আপন
পর ভাবলাম এই কারে....
একই গর্ভে জন্ম নিয়েও
ভুল করিলাম কেমনে?...
অতি লোভে সমাজ নষ্ট
রাষ্ট্র ধ্বংস যেই লোভে....
লোভের ভিতর থাকে শয়তান
কেন দৌড়াও তার পিছে....
পেট ফুরিয়েও লোভ ছাড়েনা
খাওয়ার ইচ্ছে সব কিছুই..
খাচ্ছে এখন গরীবের হক
মরছে গরীব আহারে.....
অতি লোভে অন্ধ হয়ে-
দেখলেনা মন হালাল-হারাম।
লোভে পড়েয় গুমখুন আজ
খুঁজে বেড়াও কোন আরাম....
ছেড়ে-দে মন লোভিষ্ঠতা।
লৌকিকতায় চাও ফিরে
মনের যত্ন করতে পারলে।
সুখের পয়গাম নিকটে....
কবিতা নং- ০২
আমি চাষী
ঝড়,বৃষ্টি,শীতে রেখেছি বুকে গেঁথে
রেখেছি তারে ভালোবাসার চাদরে ঢেকে
আমি মাটির মানুষ তাই মিশেছি মাটির সাথে
মাটিরে-মাটি আপন করেছে ঠাঁই দিয়েছে তাতে।
ওরে মাটি তোমাতে ঠাঁই,পেয়েছি তাই
দুই বেলা দুই মুঠো আহার জুটে
আমিত বাঁচি,বেঁচে আছে স্ত্রী সন্তান
এই মাটিরে ভালোবেসে।
আমি কৃষক সখ্যতা মোর মাটির সাথে
দুটো বলদ হাতে নিয়ে ছুটে চলি ভোরের ঐ মাঠে
পান্তা ভাত,সাথে দুটি মরিচ,কাঁধে নাঙ্গলের সাথে।
মাটির এই দেহ মাটিরে ভালোবেসে
যত খাঁনি প্রেম আছে দিয়েছে তাতে।
আজ মাটি আর মাটি গলায়-গলায়
হাঁসছে তারা প্রাণ খুলে সোনালী ধানের ক্ষেতে।
সকাল-সন্ধ্যা মাটিতে থাকি মিশে
মাটির গন্ধ শরীরে তাই চাষী বলে ডাকে।
নেই রাগ,অভিমান কোন অভিযোগ
গর্ব করে বলি,ভালোবেসে এক হয়েছি আজ
উপাধি পেলাম চাষী।
ভালো-মন্দ,সুখ-দুঃখ মাটিতে-ই খুঁজে পাই
তোমার সাথে জীবন আমার
মরিলে ও তুমি চিরনিদ্রায়।
কবিতা নং- ০৩
প্রিয়জনের শূন্যতা
আজ আমার চারপাশ নীরব নিস্তব্ধ।
সে যেন এক শান্তির ঘুম ঘুমাচ্ছে
চোখ খুলে তাকাবেনা আর।
ধীরে-ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে অনেক স্বপ্ন।
হারিয়ে যাচ্ছে চেনা পথ-
হারিয়ে যাচ্ছে অতীতের চেনা মুখ।
একটু-একটু করে দূরে সরে যাচ্ছে প্রিয়জনওপ্রিয় মানুষ গুলো।
কালো মেঘে ঢেকে গেলো উদয় হওয়া সকালের সূর্য
গভীর অন্ধকারে হারিয়ে গেলো দিনের আলো।
খুব প্রয়োজন ছিলো মৃদু বাতাসের
তার সাথেও হলনা দেখা।
মাত্র-ই উদয় হল গৌধূলির অপেক্ষায় রইলনা
কত আশায় ছিলো কত জন
স্বপ্ন নিয়ে বসে ছিল প্রিয়জন,পূর্ন হলো না কিছুই
আলো না দিয়ে ডুবে গেল অন্ধকারে।
আজ অতীতের সকল স্মৃতি আর এই নীরবতা
একটু-একটু করে কষ্ট দিয়ে যাচ্ছে আমায়।
এমনি করেই সকলের দৃষ্টির আড়ালে চলে যেতে হবে আমাকেও।
কিসের জন্য করি এতো হাহাকার?
কোন সুখের জন্য করি আফসোস,দুশ্চিন্তা,
প্রতিহিংসা,মারামারি।
লোভের দুনিয়া,মিথ্যের দুনিয়া,ধোকার দুনিয়া,অহংকারীর দুনিয়া।
এখানের রাজত্ব আমার নয়!
এইতো,কিছুক্ষণ পূর্বেই রেখে আসলাম মাটির নিছে
এক মায়ের গর্ভে জন্ম নেওয়া প্রিয়জনের লাশ
চলে গেলো সবাইকে কাঁদিয়ে
বিদায় দিলাম বুক ভরা ব্যাথা নিয়ে দুই চোখের জলে।
কবিতা নং- ০৪
মূল্য
মূল্য বৃদ্ধি সকল পণ্যের।
মূল্য হ্রাস কার?
মূল্য নেই আজ জ্ঞানী-গুণীর,ইসলামিক বক্তার।
মূল্য পাচ্ছে পাপাচারী
মূল্য হ্রাস কার?
মূল্য নেই আজ হালাল বন্ধন,হালাল রোজগার।
মূল্য অনেক চাটুকারের।
মূল্য হ্রাস কার ?
সত্য কথা বিলীন হচ্ছে,সত্য মানুষ কষ্ট পাচ্ছে
মূল্য নেই সততার।
মূল্য অনেক জুলুমকারীর।
মূল্য হ্রাস কার?
মূল্য নেই আজ মজলুম আর আমজনতার।
মূল্য আজ গৌরগোবিন্দের।
মূল্য হ্রাস কার?
মূল্য নেই আজ হকের পক্ষের রাষ্ট্রীয় সরকার।
কবিতা নং- ০৫
মন (গীতি)
মনের ভুলে মন পেয়েছি
মন হইল আদান-প্রদান...
সুখের স্বপ্নে মন হারালাম
কষ্ট হইল সমাধান।
মনন ভাবনা দূর হইল আর
শুরু হইল মন প্রদাহ
তুমি হইলা নাওয়ের মাঝি
আমি হইলাম ভাঙা নাও।
কূল পাবোনা জানতাম যদি
উড়তামনারে....তোমার নাও..
ঢেউয়ের মাঝেই আছি পড়ে
সঙ্গী এখন মন্দ বাউ....।
কূল ধরিলে নঙ্গর পেলতাম
নদীর পাড়ে ঘর বানাইতাম
ঢেউয়ের ছন্দে সূর মিলিয়ে
একই কন্ঠে গান ধরিতাম...।
পাইলেনা না কূল হইল না ঘর..........
ঢেউয়ে-ঢেউয়ে হারিয়ে যাবে জীবন তরী একটু পর।
তুমি হইলা নাওয়ের মাঝি
আমি আজও ভাঙ্গা নাও। ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com