কবি ফরিদ উদ্দিন বিপ্লব ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড এর বাদেকল্পা হাওলাদার বাড়ির পিতা: মরহুম গেদু মিয়া এবং মাতা ফাতেমা বেগম এর ঔরসে ১৯৮৫ সালে প্যারেন্টস হোম নিজ বাসভবনে জন্ম গ্রহণ করেন। তাঁর লেখা লেখির হাতে খড়ি সেই ছোট বেলা থেকেই, তিনি অসংখ্য কবিতা, গল্প এবং উপন্যাস রচনা করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা:- এম এ পাশ (ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া) পেশা:- বেসরকারি প্রতিষ্ঠানে এখনো কর্মরত। প্রকাশিত গ্রন্থ:- প্রথম প্রেম (একক) ইন্দ্রজালে বন্দি জীবন (যৌথ) আঁধারে শত শিখা (যৌথ) তোমার জন্যই বসন্ত (যৌথ) শেষ চিরকুট (যৌথ) কাব্যের মিছিল (যৌথ) সম্পাদনায় -আবেগ – সাময়িকী (এস এস সি পরিক্ষার্থী ২০০০)। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৮৯২। ভবিষ্যত ইচ্ছে – লেখা লেখির মাধ্যমেই দেশ ও জাতির সেবা করা।
দূর্গম কন্টকময় রাস্তায় ছুটে চলা
নাম নাজানা পথ পেরিয়েছি কত
উদ্দেশ্যহীন অজানা গন্তব্যে ছুটেছি
লাগাম ছাড়া ঘোড়ার মতো।
কেন যে আজ আর লাগেনা ভালো
আমি বিষম ক্লান্ত
মিথ্যে শান্তনা আর মিথ্যা বলা
অবশেষে জেনেছি এ সবই ভ্রান্ত।
উজ্জ্বল নক্ষত্রের মতো বারবার
আশার আলো হাত ছানি দেয়
আলোর ঝলক নয় মিথ্যে মরীচিকা
সফলতা কেড়ে নেয়।
ডুবন্ত সূর্য কেন যে বারবার
প্রাণে দেয় দোলা
স্বপ্নের মতো হঠাৎ ভেঙে গেলে
কি করে যায় ভুলা।
ক্ষত-বিক্ষত হৃদয়ে রক্তক্ষরণ
বুকে বিষম জ্বালা
দূর দিগন্তে তীরে এসে ডুবিল তরি
না যায় কারো বলা।
মনটা আজ জ্বলেপুড়ে হয়েছে অঙ্গার
কূলহীন সমুদ্রে হারিয়ে পথের দিশা
অজানাকে জানার আগ্রহ হারিয়েছি
কেটেছে ঘোর কেটেছে নেশা।
আকাশে ঐ মেঘ করেছে
নামবে বিষম ঢল
নাচছে খুকি পড়ছে ছড়া
পায়ে দিয়ে মল।
নববধূ কলসি কাঁখে
ফিরছে নিয়ে জল
চলনা সখি দেরি না করি
বাড়ি ফিরে চল।
খোকন সোনা যাচ্ছে লড়ে
গায়ে নিয়ে বল
অন্য কাউকে দেবেনা নিতে
নিজের গাছের ফল।
সূর্য্যি মামাও দিচ্ছে আড়ি
নিদ্রার কুলে হচ্ছে তল
আপন নীড়ে ফিরছে পাখি
যাচ্ছে পাখির দল।
উপরে বসে খেলছেন খেলা
খেলছেন বিধির কল
তিনি ছাড়া কে আছে আর
বলনা সখি বল।
সবার চেয়ে সেরা তিনি
স্রষ্টা বলে মানি
তিনি মোদের সৃষ্টি কর্তা
তিনিই মহা জ্ঞানী।
জীবন একটি বাস্তবতার পাঠশালা
এখান থেকেই জীবনকে জানতে হয়
জানতে হয় অজানাকে শিখতে হয় কিছু
দুঃখ ব্যাথা বেদনা কে করিতে জয়।
বাস্তবতাকে জানতে অনিচ্ছায় শিখতে হয়
অন্ধকারে না করে ভয়
চিনতে হয় স্রষ্টার অপরূপ সৃষ্টি কে
তুমি কি জ্ঞান পিপাসু নয়!
জীবন চলার পথে এগিয়ে যেতে হয়
জীবনীশক্তি কে নাকরে ক্ষয়
এগিয়ে যেতে হবে সামনে আরো সামনে
যেন অতীত স্মৃতি পিছনেই রয়।
মনের বিষে বিষক্রিয়া হবে,ধ্বংস হবে
অন্যকে ধ্বংস করবে নিজেই হবে শেষ
আত্মঘাতী বোমার চেয়েও ভয়াবহ হবে
সৃষ্টির অস্তৃস্ত বিলীন হবে,হবে নিঃশেষ।
নির্মল বাতাস বইবেনা,শান্তির বাতায়ন খুলে
নিঃশ্বাসে বিষ,জন্মাবেই না কোন শীষ
এ শান্তির পৃথিবী হয়েছে আজ বিষাক্ত
প্রতিবন্ধীদের আবাসস্থল হিসেব করে নিস।
ভালো তো কিছু নয় মন্দদের জয় জয় কার
ধ্বংসযজ্ঞে উঠলে মেতে বেড়ে যাবে শান
হিংসা মনের কালিমাকে ধ্বংস করে দেয়
আত্মার মৃত্যু ঘটায়,শাসন করে শয়তান।
মনের চাহিদা পূরণ হবেনা কভু
হে বিশ্ব বিধাতা সৃষ্টিকর্তা প্রভু
রনে বনে জনে জঙ্গলে পেতেছি তাঁবু
মনের আশা পূরণ যদি হয় তবু।
আমি হেঁটেছি দূর দিগন্তে অজানা পথে
খুঁজে পাইনি আজও সাথী হিসেবে সাথে
দূর্গমগিরি কন্টকময় রাস্তা দেবে পারি একসাথে
আমার ভাষায় বলবে কথা হাত রেখে হাতে।
দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত করিতে পাশে
পা দিয়ে মাড়িয়েই যায় না দে জল দূর্বা ঘাসে
বাড়িয়ে দেয় না হাত কেউ না আসে
একাকিত্বের বুঝা বয়েই চলেছি সুদূর প্রবাসে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com