কবি পরিচিতিঃ
গোলাম সরোয়ার পৈতৃক বাড়ি ফেনী জেলায়। বাংলা সাহিত্যে প্রথম শ্রেণীতে মাস্টার্স। লেখালেখি পঞ্চম শ্রেণী পড়ুয়া অবস্থায়। প্রথম প্রকাশিত কবিতা প্রথম আলো সাহিত্য পাতায়। এখন পর্যন্ত কবিতার সংখ্যা তেরো হাজার এর উপর। যৌথ গ্রন্থ ৫০০ টির অধিক। একক গ্রন্থ অল্প কিছু দিনের মধ্যেই কাজ শুরু করবো ইনশাআল্লাহ। কর্মরত রয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্থায় । পারিবারিক জীবনে এক কন্যা সন্তানের জনক কবি ও গল্পকার গোলাম সরোয়ার। কবি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০২০৬
যদি তুমি বিষন্নতায় ক্ষত বিক্ষত হও
সব কালো আঁধারের গভীরতা তোমাকে ঘিরে ধরে
দূরে ঠেলে দেয়
তবে চুপটি করে চলে এসো হৃদয়ের কুঠিরে
একান্তই আমার হয়ে।
তোমার আগমনে
আমার শহর সাজবে নতুন রূপে
পাখির কলকাকলিতে মুখরিত হবে গোটা আশপাশ
চিরচেনা বুড়িগঙ্গা নদীতে
পাল তোলা নৌকার বহর
ছুটে যাবে আনন্দ মোহনায়
তুমি এসো প্রিয় তোমার সকল অভিমান মুছে
নতুন আলোয় উদ্দীপ্ত হয়ে
প্রেমের বৃন্দাবনে।
মনটা খুব খারাপ অস্থির লাগছে সবকিছু ঠিক ভাবে মিলিয়ে কথা বলতে কষ্ট হয়
কাউকে সহ্য হচ্ছে না অসহ্য যন্ত্রনায় ছটফট করছে হৃদস্পন্দন ।
কেন হঠাৎ এমন হয়েছে আবিষ্কার করতেই যে তুমিটা অবহেলায় লাঞ্ছিত করলে
বুকভরা ভালোবাসার বিনিময়ে
ঢেলে দিলে চাপা ক্ষোভ
কষ্টের ফেরিওয়ালা হয়ে আঁধারের মাঝে খুঁজে বেড়াই
একটুকরো সুখের চিরকুট
স্বার্থপর এ শহরের মানুষগুলো কেন যেন অন্যরকম
কোমলতা তাদের মধ্যে নেই
এদিক ওদিক ছুটতে ছুটতে
শেষ পর্যন্ত মৃত্যুর ঘরে শান্তি খুঁজি
মন খারাপের সব আয়োজন নিমিষেই ম্লান হয়ে যায়
জীবনে হঠাৎ ই প্রেম আসে
ভালো লেগে যায় তার সবকিছু
সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে
কোন দ্বিধা বোধ করে না
তবে, ভালো লাগা থেকে কখনোই ভালোবাসা হয় না
ভালো লাগা আর ভালোবাসা
দুটিই ভিন্ন। ভালো লাগা সাময়িক অনুভূতি প্রকাশ আর ভালোবাসার সম্পর্ক তা জীবনভর।
সঠিক মানুষ জীবনে আসাটাই জরুরী
যে কিনা সবকিছুর উপর আপনাকে মূল্যায়ন করবে
সাদা কালো জাত ভেদাভেদ ভুলে আপনিই হবেন স্বীকৃত প্রেমিক
তখনই দুজনের ভালোবাসা পূর্ণতা পায় গভীর নির্জনতায়
একজীবনের অপূর্ণ ভালোবাসা প্রকৃত স্বার্থকতা লাভ করে।
স্বার্থপর তুমি বিবেকহীন তোমার হৃদয়
এতদিনে ভালোবাসার স্বপ্নগুলো
তার কি কোন ই মূল্য নেই?
একদিন কথা না হলে
যে তুমি চিন্তায়
অস্থির ভাবে ছুটে আসতে
জরিয়ে রাখতে আগলে
অভিমান মুছে তোমার অপেক্ষায়
দাঁড়িয়ে থাকতাম কদমতলীর হাটে
যে তুমি আমার হাত ছাড়বে না
প্রতিজ্ঞা করেও
টাকার লোভে ধরলে অন্যের হাত
খুঁজে নিলে অন্তিম সুখ
বেইমান প্রিয় তোমার রক্তে
একদিন তুমি বুঝবে আর খুঁজবে
সেইদিন হয়তো আর আমি
থাকবো না তোমাদের মাঝে
স্মৃতিগুলো আঁকড়ে ধরে
খুঁজে নিও নীল আকাশের
ওই ঝিলমিল তারার মেলায়।
মিষ্টি সকাল কড়া রোদের
পূর্ব আকাশে রবি
স্বপ্ন বুনে এঁকে গেলাম
প্রিয়তমার ছবি।
ভালোবাসার উষ্ণতায়
প্রেমের বিষে মরে
নীল রঙের শাড়ি পরে
আসবে আমার ঘরে।
রাগ অভিমান দূরে ঠেলে
বাসবো তোমায় ভালো
মনের ঘরে যত্ন করে
ফুটবে আবার আলো।
স্বার্থপর হয়ে ছল চাতুরী
ধরলে তুমি বেশ
সহজ সরল সাধু সেজে
জীবন করলে শেষ।
এইতো আমি দিব্যি আছি
যেমন ছিলাম একলা আগে
কে বলেছে বাঁচার জন্য
নিজের একটা মানুষ লাগে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com