সুপ্রিয় লেখক, কবি ও সাহিত্যিকগণ, শুভেচ্ছা নিবেন। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, “মোছাঃ সাথী খাতুন সম্পাদিত “ইচ্ছাশক্তি প্রকাশনী” থেকে প্রকাশিত হতে যাচ্ছে যৌথ কাব্যগ্রন্থ “কবির কাব্যে স্বপ্ন” বইটি। বইটিতে নবীন প্রবীন ৫০ কবির কবিতার সমন্বয়ে রচিত হবে যা অমর একুশে বইমেলা সহ অনলাইনে প্লটফর্ম ইচ্ছাশক্তি ডট কম ও রকমারীতে পাওয়া যাবে। ইচ্ছে থাকলে আপনিও অংশগ্রহণ করতে পারেন আমাদের এই যৌথ কাব্যগ্রন্থে। (শর্ত প্রযোজ্য)।
“কবির কাব্যে স্বপ্ন” কাব্যগ্রন্থে অংশোগ্রহণের জন্য নিয়মাবলি-
■ কবিতা ও অন্যান্য তথ্য ইনবক্সে পাঠাতে হবে।
■ মানসম্মন কবিতা ও বানান নির্ভুল হতে হবে।
■ ভালো লেখকের লেখা প্রাধান্য দেয়া হবে।
■ বানানের দিকে যত্নশীল হতে হবে।
■ ৪/৫ লাইন সংক্ষিপ্ত কবি পরিচিতি।
■ এক কপি পাসপোর্ট সাইজের ছবি
■ সচল মোবাইল নাম্বার
■ ১২ থেকে ২৪ লাইনের মধ্যে কবিতা হতে হবে।
■ কবিতার বিষয়; উন্মুক্ত (দেশ ও ধর্মবিরোধী কবিতা গ্রহণযোগ্য নয়)
■ প্রত্যেক কবি/লেখক পাবেন হার্ডকাভার বই + ১ কপি প্রিন্টকৃত সনদপত্র সাথে কুরিয়ার চার্জ ফ্রি।
■ একজন লেখক সর্বনিম্ন ২টি কবিতা আর সর্বোচ্চ ১০টি কবিতা দিয়ে অংশগ্রহণ করতে পারবে। যতগুলো কবিতা তত কপি বই প্রদান করা হবে।
■ নির্দিষ্ট সময়ে শর্তের টাকা পরিশোধ করতে হবে।
“কবির কাব্যে স্বপ্ন” যৌথ কাব্যগ্রন্থের ফুল কাভার প্রচ্ছদ-
সম্পাদনায়:
মোছাঃ সাথী খাতুন (ফেসবুক প্রোফাইল লিংক)
প্রকাশনায়ঃ ইচ্ছাশক্তি প্রকাশনী (ফেসবুক প্রোফাইল লিংক)
প্রকাশকঃ মোঃ নাছিম প্রাং (ফেসবুক প্রোফাইল লিংক)
কাব্যগ্রন্থ সম্পর্কে বিস্তারিত জানতে ও লেখা পাঠাতে ব্যবহার করুন-
☞ ফেসবুক ম্যাসেঞ্জার। (ক্লিক করুন) অথবা (ক্লিক করুন)