কবিদের এক মধ্যমনি
ফখরুল ইসলাম (মামুন)
কবিদের এক মধ্যমনি
কাজী নজরুল ইসলাম।
সত্য আর ন্যায়ের পথে
গেয়েছেন তিনি গান।
অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছায় হয়ে
লিখেছেন তিনি কবিতা।
আজ ও সবার হৃদয়ে গভীরে
মিশে আছে নজরুল সেই ছেলেটা।
ছেলে বেলায় দলে দলে
গেয়েছেন যতো গজল গান।
বড় হয়ে আগুন লাগল তাপের
বিদ্রোহী কবি হওয়ার আহ্বান।
আজ ও মিশে আছে তিনি
কোটি লক্ষ প্রাণের অন্তরে।
মিশে থাকবে ততকাল
যতকাল বাংলা ভাষা চলে।
দোয়া রইলো আশীর্বাদ রইলো
পাও তুমি স্বর্গীয় সুখ।
আমি ফখরুল ইসলাম মামুন
তোমার কথা মনে পড়লে
কেঁদে বাসায় শুধু বুক।
সকল কবির পক্ষ থেকে
তোমাকে শ্রদ্ধা সালাম জানায়
কবিদের এক মধ্যমনি
কবি নজরুল ইসলাম ভাই।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com