————–উৎসর্গ————–
আমার সম্পাদনায় প্রথম যৌথ কাব্যগ্রন্থ “কবিতা মোদের প্রাণ’ আমি উৎসর্গ করলাম চার চরিত্রকে।
মা-
যার দোয়া ও ভালোবাসা আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি।
যে ভাষা কথা বলছি, লেখছি, মনের সকল ভাব প্রকাশ করেছি। তাকেই তো জীবনটা উৎসর্গ করে দেওয়া যায়।
বাবা-
বট বৃক্ষের মতো ছায়া হয়ে থাকা মানুষটি। যার সার্পোট প্রতিদিন আমাকে স্বপ্ন দেখানো শিখায়।
এই মানুষটির আদর্শে জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকতে চাই।
–
নাছিম ভাইকে যে বইটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল। যার সহযোগিতায় আমি এই কাব্যগ্রন্থটি
সম্পন্ন করতে পেরেছি।
–
অবশেষে উৎসর্গ করলাম কাব্যগ্রন্থে অংশগ্রহণকৃত সকল কবি/লেখকদের এবং পাঠককে।