1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

কবিতা- আমি তোফাজ্জল বলছি…. কবি- .মোঃ সাগর ইসলাম মিরান

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আমি তোফাজ্জল বলছি

মোঃ সাগর ইসলাম মিরান

 

আমি চোর নই ফ্রট নই

নইকো কোনো ঘাতক,

চামচিকা আর লুটেরা হলে

আজ থাকিতাম পলাতক।

মেধাবীদের রুচি দেখে

চোখে আসে জল,

নইকো কোনো দেশদ্রোহী

আমি বরগুনার তোফাজ্জল।

ছেড়ে দাও আমায়

পেটে ক্ষুধা খাব আমি ভাত,

বহুদিনের অনাহারী

জিহবা খুঁজে সাদা ভাতের স্বাদ।

ভাতের সাথে ডাল দিলা

খেলাম পেট ভরে,

মেধাবীরা লাথি মারলা

ভরাপেটে বাড়ল জ্বালা।

তোমাদের আমি পায়ে পড়লাম

আগুন দিলা গায়,

হাতজোড় করিলাম আর্জি করিলাম

প্রানে মারিলা ঠায়।

হায় হায় দেশের হাল

ঠাকুর রুপে কাল,

১০-১২ জন সুস্থ মানুষ

মারলা এই পাগলকে।

তবুও কিছু নাদান এসে

মেধাবী বলে তোমাদেরকে,

এক থালা ভাত দিয়ে

জান নিলা ভাই,

জানিতাম যদি ভাতের মুল্য

ভুলেও না খাই।

আমার লাশের পরিচয়টা

বাংলাদেশের দিওনা কেহ হায়,

এই কথা শুনিলে ভিনদেশী ও

তোমাদের অপমান করবে সর্বদায়।

যদিও আমি পাগল মানুষ

দেশের চাইনা ক্ষতি,

মেধাবীদের চেনার তরে

রেখে গেলাম স্মৃতি।

বাংলার মানুষ কাপুরষ সব

না হয় যদি বিচার,

তোমরা সবাই পাবনা থেকে

শিখে নিও শিষ্টাচার।

পাগল গুলো তোমাদের থেকে

অনেক ভালো ও বিচক্ষণ।

তারা কখনো অসহায় কে

করেনি তো খুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park