কত যে আপনজন
পিতা আর মাতা।
কত যে করে আদর
একবার কি ভাবলা?
না ভেবে সেই কথা
কষ্ট দেয় বাবা মা'কে।
পালন করে না দায়িত্ব আজ
অবহেলা করে চলে।
বাব মা তো আমাকে
দেয়নি কখনো ও কষ্ট।
তুমি কেন বাবা মার প্রতি?
রোজ দিন হও অতিষ্ট।
একবার কি ভাবলে তুমি?
কাকে দিচ্ছ বৃদ্ধাশ্রমে।
কত যে আপনজন
ছিল রোজ সকালে।
মা রাখেনি মাটিতে আমায়
পোকামাকড় দিবে কামড়।
বাবা নেয়নি ক্ষেত খামারে
পাঠিয়েছেন স্কুলের ঘর।
এখন আমি বড় হয়েছি
শিখছি কিছু দিবারাএ।
সবকিছু ঠিকঠাক আজ
শুধু সমস্যা বাবা মা দ্বার।
পাবে না মহান আল্লাহর
সেই রহমতের আশ্রয়।
যদি করে অবহেলা সন্তান
বাবা মা সেবা হীন ছেলে সকল।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com