ওহি একটি ফুলের নাম
মোঃ সাগর ইসলাম মিরান
ছোট্ট একটা সোনামনি
করে তখন রাগ
তাহার ভালবাসার একটুও
হয় যখন ই’ ভাগ।
ফুলের মতই সুঘ্রাণ ছড়ায়
মিষ্টি মুখের কথায়
অসহ্য যন্ত্রনা অনুভব করেন
রুগ্ন ব্যক্তির ব্যাথায়।
বকুলালয় জন্ম যে তার
খুবই বুদ্ধি ভার
পিতৃকুলের শ্রেষ্ঠত্ব আর
প্রদীপ হলো সবার।
ছোট হলেও মনটা বড়
সাহস বেশি আরো
নিজের খাবার এখন থেকেই
ভাগ করে সতেরো।
আমি কেন একা খাব
ওদের ও দাও মা
ওদের যদি না দাও তুমি
আমিও খাবনা।
ওহি নামের এই ছেলেটি
বড় ই’ ভাগ্যবান
তাহার কৃতকর্মে একদিন
পাবে খুবই সন্মান।
দুটি পাতা যখন ই ভাই
অঙ্কুরোদ্গম হয়
দৃষ্টি তখন খুঁজে পায় সেই
গাছেরই পরিচয়।
এই ছেলেটির কথাবার্তায়
প্রমান পাওয়া যায়
অসাধারণ হবে তিনি
বলতে পারি নিশ্চয়।