1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

এপ্রিল-মে মাসে শুরু বিসিএল, টুর্নামেন্ট হবে গোলাপি বলে!

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত

 

শীতের সময়ে প্রথম শ্রেণীর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে গড়ালে এবার সেই টুর্নামেন্ট মাঠে গড়াবে এপ্রিল-মে মাসে। তাছাড়া প্রচন্ড গরমের কারণে আসন্ন এই টুর্নামেন্ট দিবা-রাত্রির আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

গোলাপি বলের ক্রিকেটের সাথে বাংলাদেশ দলের তেমন পরিচয় নেই। ২০১৯ সালে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে গোলাপি বলে মাঠে নামে মুশফিক-লিটনরা। তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ দল বছর পাঁচ আগে দিবা-রাত্রির টেস্ট খেললেও ঘরোয়া আসরে সর্বশেষ গোলাপি বলে ২০১২-১৩ বিসিএল মৌসুমে খেলেছিলো বাংলাদেশ। এরপর দীর্ঘদিন কেটে গেলেও ব্যবহার হয়নি ঘরোয়া লিগে গোলাপি বল। মধ্যখানে ২০২০ সালের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল গোলাপি বলে আয়োজনের প্রস্তাব করা হলেও সেটার বাস্তবায়ন চোখে পড়েনি। তবে এইবার আসন্ন বিসিএলের পুরো টুর্নামেন্ট গোলাপি বলে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।

 

চলতি ডিপিএলের পরই মাঠে গড়াবে বিসিএল। আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে গরমের দাপট থাখবে বেশি। এমন অবস্থায় তীব্র গরমে সারাদিন প্রথম শ্রেণির বিসিএল খেলা কঠিন হয়ে পড়বে ক্রিকেটারদের। ফ্লাডলাইট থাকা স্টেডিয়ামে চার দলের টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। ফলে গোলাপি বলে চার দিনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। এমনটা হলে আন্তর্জাতিক পর্যায়ে গোলাপি বলের টেস্ট খেলতেও সুবিধা হবে তাদের। এ প্রসঙ্গে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম বলেন, ‘আমরা এটাকে (গোলাপি বলের বিসিএল) বিবেচনা করছি, টুর্নামেন্টটা যেহেতু মে মাসে অনুষ্ঠিত হবে এজন্য আমরা ভিন্ন কিছু করতে চাই। ওই সময় গরম একটা আলাদা ফ্যাক্টর থাকবে। যেহেতু আমরা গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তাই আমাদের এমন ভেন্যু লাগবে যেখানে ফ্লাডলাইট নিয়ে সমস্যা হবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park