1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কমর্শাল অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী

 

অদ্য ১২মে ২০২৫ খ্রিঃ সোমবার দুপুর ০২ টার সময়ে বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের “মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি বিষয়ক কমর্শালাটি উদ্ধোধন করেন”। অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক কমর্শালায় স্বাগত বক্তব্য প্রধান করেন এবং কর্মশালার শুভ উদ্বোধন করেন। কর্মশালায় পল্লীশ্রী সংস্থা ও হোপ প্রকল্প সম্পর্কে তথ্য বহুল আলোচনা করেন। ফিল্ড ফেসিলিটেটর জয়ন্ত কুমার রায়।উক্ত কর্মশালার সঞ্চালনা করেন এবং কর্মশালার  লক্ষ্য উদ্দেশ্য এবং করনীয় সম্পর্কে তথ্য বহুল আলোচনা করেন। পল্লীশ্রী হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয় কারী মাহমুদ মানিক।

 

উক্ত  কর্মশালায় যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন সক্রিয়করণ, যৌন হয়রানি ঝুঁকি পূর্ণ স্থানের সামাজিক মানচিত্রের মাধ‌্যমে ঝুঁকি পূর্ণ স্থান গুলো চি‌হ্নিত ক‌রে সেখা‌নে অ‌ভিভাবক‌দের সম্পৃক্ত ক‌রে এবং এলাকায় স্কুল শিক্ষার্থী যাওয়া আসার উক্ত স্থান গু‌লো‌তে কোন ছে‌লে আড্ডা দিতে না পারে। সে বিষ‌য়ে জনসচেতনতা তৈরি করা।যৌন হয়রানি প্রতিরোধে প্রচারণার পদক্ষেপ গ্রহন করা হয়েছে। স্কু‌লের শিক্ষাথীরা তা‌দের সমস‌্যা গু‌লি লি‌খিত ভা‌বে জানা‌নোর জন‌্য এক‌টি অ‌ভি‌যোগ বক্স স্থাপন।প্যাড ব্যাংক স্থাপন। কর্মশালায় সবার মতামতের ভিত্তিতে যৌথ কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং যে সকল বিষয়ে আলোচনা হয়েছে। সে সকল বিষয় সময়সীমার মধ্যে নিশ্চিত করতে অত্র স্কুলের  শিক্ষক, এসএমসি কমিটির  সদস্যগন, শিক্ষার্থী ফোরাম এবং গ্রাম ও ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সদস্য গন।স্কুলের দায়িত্ব প্রাপ্ত (‌মেন্টর শিক্ষক)প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন ক‌রে‌ছেন।পরিশেষে যৌন হয়রানী বন্ধে যৌথ পরিকল্পনা তৈরি করা হয়।

 

এবং সময়সীমার মধ্যে উপরোক্ত পদক্ষেপ গুলো বাস্তবায়নের জন্য উপস্থিত অংশ গ্রহণ কারীগণ অঙ্গীকার করে বলেন যৌন হয়রানি মুক্ত সমাজ গড়ি সুন্দর সমৃদ্ধ সমাজ বিনির্মানে নিজ দায়িত্বে সচেতনতা বৃদ্ধি করি। আয়োজনেঃ পল্লীশ্রী হোপ প্রকল্প বগুড়া। আর্থিকঃ সহযোগিতায়ঃ বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park