1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

এখনো ভালোবাসি তোমায় — জাকির আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

১৭ ডিসেম্বর এলেই তোমাকে ভীষণ মনে পড়ে। এই দিনেই তুমি আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছো। আপাদমস্তক তোমাকে ভালোবেসেও ধরে রাখতে পারিনি আমার কাছে। আমার জীবনে তোমার মতো আর কাউকেই ভালোবাসতে পারবো না আমি। আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছো তুমি। তুমিহীন প্রতিটি মুহূর্ত আমার ভীষণ কষ্টে কাটে। তোমার কথা মনে হতেই দু’চোখ জলে ভেসে যায়। সারাজীবন তোমার সাথে থাকতে চেয়েও সময়ের ব্যবধানে তোমাকে হারিয়ে ফেলেছি। যে তোমাকে একদিন না দেখলে থাকতে কষ্ট হতো, সেই তুমি নেই আমার পৃথিবীতে। তোমার সাথেই কাটিয়েছি জীবনের সবচেয়ে সুন্দর এবং সুখের মুহূর্তগুলো। কতো রাত কাটিয়েছি চাঁদের জোছনায় তোমাকে নিয়ে। পুনর্বার তোমার ভালোবাসা পাওয়ার তৃষ্ণায় অপেক্ষায় থাকি নির্জন পৃথিবীর অভিমুখে। খুব সহজে তোমাকে কাছে পেলেও ধরে রাখতে পারিনি নিজের কাছে। তোমার হাসি-খুশি মায়াবী মুখখানি কিছুতেই ভুলতে পারিনা। খুব ইচ্ছে করে বুকে জড়িয়ে তোমাকে মন ভরে দেখতে। ইচ্ছে করে তোমার লম্বা চুলের সিঁথিতে বিলি কেটে যাই মনের আনন্দে। তোমাকে ছাড়া ভীষণ একলা আমি। যার পৃথিবীতে আপন বলে কেউ নেই। স্বপ্ন ছিলো তোমার সাথেই কাটিয়ে দিবো একটা জীবন।

 

তোমাকে অবলম্বন করেই জীবনে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর হলো না। এখনো মন চায় তোমার হাত ধরে হারিয়ে যেতে দূর পৃথিবীর যাত্রাপথে। শুধু এক জনম নয় ; লক্ষ জনমেও তোমাকে আমি ভুলে যেতে পারবো না। এই পৃথিবীতে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। যার কাছে আমি ভালোবাসার সমুদ্র খুঁজে পেয়েছিলাম। তোমাকে হারানোর পর থেকে আমি হাসতে ভুলে গেছি। তোমাকে হারানোর বিদগ্ধ যন্ত্রণা বুকের ভিতর দাউ দাউ করে জ্বলে। তোমাকে কাছে না পাওয়ার বেদনাগুলো পুড়িয়ে মারে হরহামেশা। তুমি কথা দিয়েছিলে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। সবসময় আমার পাশে থাকবে। কিন্তু সেই কথা তুমি রাখলে না। সময়ের ব্যবধানে আমাকে ভুলে বাসা বাঁধলে অন্য খাঁচায়। আমি আজো পারিনি তোমাকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে। এখনো তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। জানি তোমাকে আর ফিরে পাবো না। তবুও তোমার অপেক্ষায় থাকি। তোমার কথা ভেবে দিবা-রাত্রি পার করি। এক মুহূর্তের জন্যেও তোমাকে আমি ভুলে থাকতে পারিনা। দু’চোখের আয়নায় ভাবনার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখি।

 

এতো সহজে আমাকে তুমি ভুলে যাবে কখনো জানা ছিলো না। এখন বুঝি তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারোনি। যদি পারতে তাহলে কখনো ছেড়ে যেতে না। মিথ্যে ভালোবাসায় আমাকে তুমি জড়িয়ে ছিলে। নিজের সুখের কথা ভেবে স্বার্থপরের মতো আমাকে কষ্ট দিয়ে দূরে চলে গেলে। আমার ভালোবাসাকে তুমি অপমান করেছো। হেঁয়ালি করেছো আমার সাথে। নিজের পছন্দের কাউকে পেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছো। শুনেছি ইতোমধ্যে তুমি কন্যা সন্তানের মা হয়েছো। চরম সুখে তুমি জীবন পার করছো। আমার কথা ভাবার সময় নেই তোমার। কোনোদিন খবর নাওনি কতোটা কষ্টে আছি আমি। এতোটা অমানবিক তুমি কখনো জানা ছিলো না। ভেবেছিলাম তোমার জীবনে শুধু আমার বসবাস। কিন্তু সময়ের ব্যবধানে জেনেছি অন্যকে পেয়ে তুমি সুখী। তোমাকে ভালোবাসতে গিয়ে জীবনের সবচেয়ে বেশি আঘাত পেয়েছি। সেজন্য এখন পর্যন্তও সোজা হয়ে দাঁড়াতে পারিনি। আমার সাথে তুমি বেইমানি করেছো। ছলনার ভালোবাসায় আমাকে তুমি আঘাত করেছো। নিজের ইচ্ছে মতো আমাকে তুমি ব্যবহার করেছো। তোমাকে ভালোবেসে কষ্টের মাঝে ডুবে গেছে আমার জীবন। সম্পর্কের মাঝে ভুল বোঝাবোঝি বা অভিমান থাকবেই। তাই বলে দূরে যেতে হয় না। সবসময় তুমি আমাকে ভুল বুঝেছো। সন্দেহের চোখে দেখে বারংবার মিথ্যে অপরাধে আমাকে দোষী সাব্যস্ত করেছো। ভালোবেসে কখনো বুকে টেনে নাওনি।

 

সম্পর্কের শুরুর দিকে তুমি অনেক সক্রিয় ছিলে। আমি যা বলতাম তাই করতে। দেখা করতে চাইলেই দেখা করতে। তখন তোমাকে অনেক ভদ্র মেয়ে বলেই জানতাম। তখন ভেবেছিলাম এমন একটা মানুষ আমার জীবনে বড্ড প্রয়োজন। যার কাছে স্বর্গের ভালোবাসা খুঁজে পাবো। যার চোখে শুধু আমার প্রতিচ্ছবি দেখতে পাবো। যার পৃথিবীতে আমি ছাড়া আর দ্বিতীয় কেউ থাকবে না। যাকে আমি অসম্ভব ভালোবেসে বুকে জড়িয়ে রাখবো৷ কিন্তু সময়ের ব্যবধানে তুমিও পরিবর্তন হয়ে গেলে। দেখালে তোমার আসল রূপ। সুযোগ বুঝে বিষাক্ত সাপের মতো ছোবল মারলে আমার বুকে। তোমার সেই বিষাক্ত ছোবলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি। বড় বিশ্বাস করে তোমাকে আমি ভালোবেসে ছিলাম। কিন্তু আমার সেই ভালোবাসা তুমি পদাঘাত করলে। ছুড়ে ফেলে দিলে ময়লার ডাস্টবিনে। ভুলেও মূল্যায়ন করলে না আমার ভালোবাসা। রাগ এবং ক্ষোভে আমাকে তুমি ফাঁকি দিলে। আপন করে বুকে টেনে নিলে না। একটু সহানুভূতি দেখালে না আমার সাথে। সবকিছু নিয়েই তোমার সাথে আমি বাঁচতে চেয়েছিলাম।

 

কিন্তু সেটা তুমি হতে দিলে না। অন্য ছেলের সাথে বাসা বাঁধলে তুমি আমাকে ভুলে। কখনো আর খবর নিলে না আমার। এখনো যখন তোমাকে দেখি বুকের ভিতর থেকে কান্না চলে আসে। পুরনো ক্ষত জেগে উঠে। প্রিয় মানুষকে অন্যের সাথে দেখলে যে কতো কষ্ট হয় সেটা তুমি বুঝবে না। বুঝবে শুধু ভুক্তভোগী। তুমিতো আর ভুক্তভোগী নও। তুমি হচ্ছো বিষাক্ত সাপ। যার কাজ অন্যকে ছোবল মারা। তোমার বিষাক্ত ছোবলে জানিনা কতো মানুষ মৃত্যুবরণ করেছে। মানুষ হয়েও যে এতো বিষ তোমার মাঝে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তোমার বিষাক্ত ছোবলে ক্ষত-বিক্ষত আমার অস্থিমজ্জা। তোমাকে দেখলেই আজ ভয় হয়। তোমার পুরো শরীর জুড়ে বিষের আবর্তন। তবুও তোমাকে ভালোবাসি। তোমার বিষাক্ত ছোবল খেতে খেতে মরে যাবো তবুও তোমাকে ভালোবাসি তানজিলা। তোমাকে ছাড়া আমি ভীষণ একা। সত্যি কেউ নেই আমার তুমি ছাড়া।

 

তোমার দ্বারা মৃত্যু হলেও পরম সুখে আমি ঘুমাতে পারবো। তোমাকে ভুলে আমার বেঁচে থাকা আদৌ সম্ভব না। জীবনে-মরণে তুমি আমার। তোমাতেই পরিশুদ্ধ আমার বিদগ্ধ আত্মা। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার অপেক্ষায় আমি বাঁচতে চাই। তোমাকে ছাড়া আমি আর দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারবো না। আমার অনুভূতির সবটা জুড়েই শুধু তুমি। অন্য কেউ নেই সেখানে। মরে গেলে দাফন করো তোমার বুকের মধ্যখানে। এপিটাফে লিখে দিও চিরদিন আমি তোমার। এখনো ভীষণ ভালোবাসি তোমাকে। যতো অভিমান, রাগ, ক্ষোভ ভুলে যেতে চাই পুনর্বার তোমাকে কাছে পেয়ে। তোমার কোলে মাথা রেখে মরণেও সুখ। সেই সুখে আমাকে তুমি মরতে দিও। এইটুকু চাওয়া তোমার কাছে। মৃত্যুর পর একবিন্দু চোখের জল মেখে দিও আমার সমাধি ‘পরে। সেটাই হবে আমার শেষ গোসল তোমার বুকের পাঁজরে। আমার অসমাপ্ত ভালোবাসাকে পূর্ণতা দিও তোমার বিশুদ্ধ ভালোবাসার সংমিশ্রণে। অন্যথায় বৃথা আমার জীবন। আমার সমস্ত  চাওয়া পাওয়া শুধু তোমাকে ঘিরে। আমার সবকিছুই তুমি কেন্দ্রিক। কোনোকিছু বুঝিনা তোমাকে ছাড়া !

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park