নজরুল তুমি কালবৈশাখী,
ঝড়ের রুদ্র তান,
তোমার গানে জেগে ওঠে পরাধীনতার শান।
তুমি সাম্যের কবি,
তুমি বিপ্লবের বীর,
তোমার কলম আগুন ঝরায়, ভাঙে মিথ্যের প্রাচীর।
তুমি ‘বিদ্রোহী’র সুর,
তুমি ‘বিদ্রোহী’র প্রাণ,
তোমার ‘অগ্নিবীণা’য় বাজে মুক্তির আহ্বান।
তুমি গাহিলে গীত,
শ্রমিকের বেদনার কথা,
তোমার কাব্যে ফুটে ওঠে সমাজের অসাম্য, দীনতা।
তুমি চির উন্নত শির,
তুমি চির অকুতোভয়,
তোমার গানে বাজে সত্যের জয়, মিথ্যের পরাজয়।
তুমি একাধারে প্রেমিক ও বিপ্লবী,
একাধারে সৈনিক ও সন্ন্যাসী,
তোমার প্রতিটি সৃষ্টিতে মিশে আছে এক অদম্য দ্রোহ আর প্রেমের হাসি।