1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

একান্তই আমার হয়ে — রকিবুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

একান্তই আমার হয়ে

রকিবুল ইসলাম

 

কভু যদি আস ফিরে অভিমানের দেয়াল ভেঙে।

থাকব সদা অপেক্ষাতে তোমার ঠোঁটের পরশ পেতে।

জমাট বাঁধা তুষারসম শুভ্র মেঘের ভেলায় ভেসে!

আসো গো যদি বারি হয়ে শিক্ত হবে মোর গাত্রখানি।

জুড়াবে মম মানসখানি তব অঙ্গের উঞ্চ কোন সুগভীর এক আলিঙ্গণে।

টুটাবে যত অন্তর্জ্বালা,মুছবে সকল দু:খ-গ্লাণি।

ধৌত করব তদ অঙ্গখানা,বাহুডোরে মম পড়বে বাঁধা।

আঁকব চুমু তব রাঙা ঠোঁটে,মাতব কোন আদিম খেলায়।

বিভোর হব তোমার গাত্রের মাদকতাময় কোন ঘ্রাণের নেশায়।

খোঁপা করা তোমার দীর্ঘ কেশ,মুক্ত হয়ে তা লাগবে বেশ।

দুলতে থাকা তোমার চুলের নাচনে দুলবে বিছা তব কোমর খানায়।

তব ভেজা পরিচ্ছদ,তব ভেজা অঙ্গ

দর্শিয়ে হব  আমি ক্লান্ত।

পরাজিত হব তবে অবশেষে,ভারসাম্যটুকুও মোর আর রইবে না যে কোনমতে।

নিয়ন্ত্রণহীন আমি প্রবল বেগে মিশতে যাব যখন তোমার সনে,

তুমিও তখন গভীর আবেগে মিটাবে ক্ষুধা ও ব্যথা জড়িয়ে মোরে।

জাগতিক সব ব্যথা-বেদনা,দু:খ ভুলে

থাকবে শুধু একান্তই আমার হয়ে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park