একান্তই আমার হয়ে
রকিবুল ইসলাম
কভু যদি আস ফিরে অভিমানের দেয়াল ভেঙে।
থাকব সদা অপেক্ষাতে তোমার ঠোঁটের পরশ পেতে।
জমাট বাঁধা তুষারসম শুভ্র মেঘের ভেলায় ভেসে!
আসো গো যদি বারি হয়ে শিক্ত হবে মোর গাত্রখানি।
জুড়াবে মম মানসখানি তব অঙ্গের উঞ্চ কোন সুগভীর এক আলিঙ্গণে।
টুটাবে যত অন্তর্জ্বালা,মুছবে সকল দু:খ-গ্লাণি।
ধৌত করব তদ অঙ্গখানা,বাহুডোরে মম পড়বে বাঁধা।
আঁকব চুমু তব রাঙা ঠোঁটে,মাতব কোন আদিম খেলায়।
বিভোর হব তোমার গাত্রের মাদকতাময় কোন ঘ্রাণের নেশায়।
খোঁপা করা তোমার দীর্ঘ কেশ,মুক্ত হয়ে তা লাগবে বেশ।
দুলতে থাকা তোমার চুলের নাচনে দুলবে বিছা তব কোমর খানায়।
তব ভেজা পরিচ্ছদ,তব ভেজা অঙ্গ
দর্শিয়ে হব আমি ক্লান্ত।
পরাজিত হব তবে অবশেষে,ভারসাম্যটুকুও মোর আর রইবে না যে কোনমতে।
নিয়ন্ত্রণহীন আমি প্রবল বেগে মিশতে যাব যখন তোমার সনে,
তুমিও তখন গভীর আবেগে মিটাবে ক্ষুধা ও ব্যথা জড়িয়ে মোরে।
জাগতিক সব ব্যথা-বেদনা,দু:খ ভুলে
থাকবে শুধু একান্তই আমার হয়ে।