সুনামগঞ্জ সদর
ইচ্ছাশক্তি আইডি: ০০২০২২০১৮৯
প্রেম নিবেদন করেছিলাম————তোমায়,
তুমি হতে নিম্ন স্থানের আমি।
গ্রহন না করে উপেক্ষিত করেছ——-আমায়।
আমার প্রেমের ময়নাতদন্তে খুঁজে——–পাই না ভুল।
যখন পাশ দিয়ে স্কুলে যাও,
তখন নিঃসঙ্গ লাগে চোখে নামে ঢল।
হয় তো তোমার সাথে আমার যায় না!
তোমার টাকার অহংকার,
কারণ তুমি বাবার আদুরি কন্যা।
ভালোবাসতে না পার,
কিন্তু হাসির পাত্র বানাতে পার না।
দেখা হলে কেন বাক কুচা মার?
এমনিতেই জ্বলে আঙ্গার,
তোমার উপেক্ষিত বিশানলে।
মোরে কাঁদিয়ে সুখ পায়,তোমার অন্তর?
ভালোবাসার মানে কী বুঝবে তুমি?
তুমি তো টাকার প্রেমে অন্ধ।
টাকাই তোমার স্বামী।