1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ঈদ হোক সবার জন্য — সুরাইয়া ইয়াসমিন সুমি 

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

দীর্ঘ এক মাস প্রতীক্ষার পরে খুশি নিয়ে আসে ঈদ। ঈদের আমেজ যেনো চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু এই আনন্দ খুশি যেনো সবার জন্য সমান হয় না। অনেক মানুষ আছে যারা ঈদ কি আসলেই জানে না? জানবে কীভাবে সেইভাবে কোনো প্রস্তুতি যেনো তাদের ভাগ্যে জোটে না। কত অসহায় বাবা আছে সন্তানের মুখে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যেনো ব্যতিব্যস্ত হয়ে পড়ে।

 

কিন্তু ঐ যে অভাববোধ তাদের কে সুযোগ দেয় না। আমাদের কত চাহিদা থাকে এ পোশাক লাগবে এটা সেটা কিন্তু তাদের না তেমন কোনো চাহিদা থাকে না। রোজার মাস তো আমাদের শিখায় সংযম করা, মানুষ হিসেবে মানুষের পাশে থাকা। তবে কেনো আমরা এসব মানুষের পাশে একটু দাঁড়ায় না। তাদের কথা কি যায় না একটু ভাবা? ঈদ মানেই তো খুশির দিন। এ দিনে ভেদাভেদ ভুলে কি তাদের মুখে মলিনভাবটা দূর করা যায়! ঈদ হোক সবার। নিজেদের কথা তো অনেক হলো ভাবা এবার না হয় তাদের কথা ভাবি, হাত বাড়িয়ে দেয় আন্তরিকতার। সহমর্মিতা আর ভালোবাসা মিশিয়ে আপন করে নেয় এসব মানুষদের। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় সবার সাথে। গড়ে তুলি সৌহার্দপূর্ণ সম্পর্ক। চলুন না যে যা পারি তাই দিয়ে হাসি ফুটায় এসব অসহায় মানুষদের। আমি সকলের কাছে আবেদন করছি সবাই এগিয়ে যেনো আসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park