দীর্ঘ এক মাস প্রতীক্ষার পরে খুশি নিয়ে আসে ঈদ। ঈদের আমেজ যেনো চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু এই আনন্দ খুশি যেনো সবার জন্য সমান হয় না। অনেক মানুষ আছে যারা ঈদ কি আসলেই জানে না? জানবে কীভাবে সেইভাবে কোনো প্রস্তুতি যেনো তাদের ভাগ্যে জোটে না। কত অসহায় বাবা আছে সন্তানের মুখে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যেনো ব্যতিব্যস্ত হয়ে পড়ে।
কিন্তু ঐ যে অভাববোধ তাদের কে সুযোগ দেয় না। আমাদের কত চাহিদা থাকে এ পোশাক লাগবে এটা সেটা কিন্তু তাদের না তেমন কোনো চাহিদা থাকে না। রোজার মাস তো আমাদের শিখায় সংযম করা, মানুষ হিসেবে মানুষের পাশে থাকা। তবে কেনো আমরা এসব মানুষের পাশে একটু দাঁড়ায় না। তাদের কথা কি যায় না একটু ভাবা? ঈদ মানেই তো খুশির দিন। এ দিনে ভেদাভেদ ভুলে কি তাদের মুখে মলিনভাবটা দূর করা যায়! ঈদ হোক সবার। নিজেদের কথা তো অনেক হলো ভাবা এবার না হয় তাদের কথা ভাবি, হাত বাড়িয়ে দেয় আন্তরিকতার। সহমর্মিতা আর ভালোবাসা মিশিয়ে আপন করে নেয় এসব মানুষদের। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় সবার সাথে। গড়ে তুলি সৌহার্দপূর্ণ সম্পর্ক। চলুন না যে যা পারি তাই দিয়ে হাসি ফুটায় এসব অসহায় মানুষদের। আমি সকলের কাছে আবেদন করছি সবাই এগিয়ে যেনো আসি।