ডেক্সঃ আব্দুল মুহিত, চারখাই, সিলেট।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সোমাবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়।সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাদীন চারখাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহি গ্রাম নয়াগ্রামেও অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করা হয়।ঈদের দিন সকালে অজু গোসল মিষ্টি সেমাই করে এলাকার মুসল্লীরা জায়নামাজ কাদে নিয়ে নয়াগ্রাম বায়তুল আবরার জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে রওয়ানা দেন।।
সকাল ৮:০০ঘটিকার সময় নয়াগ্রাম বায়তুল আবরার জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এবারের ঈদের খুতবা প্রদান করেন নয়াগ্রাম বায়তুল আবরার জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফিজ আলতাফ হোসেন সাহেব। নামাজ ও খুতবা শেষে মুসল্লীদের নিয়ে অসহায় ফিলিস্তিন সহ বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মোনাজাত করেন। মোনাজাতে এলাকার অসুস্ত রোগিদের সুস্ততার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। মোনাজাত শেষে মুসল্লীরা একে ওপরের সাথে বুকে বুকে মিলিয়ে কুশল বিনিময় করেন। বড়দের কোশল বিনিময় দেখে শিশুরাও একে ওপরের সাথে মুসাফা করায় ব্যস্ত হয়ে পরে। মুসাফাও কোশল বিনিময় করে করে নয়াগ্রামের কবরস্থানে জিয়ারতের উদ্দেশ্য রওয়ানা দেন।জিয়ারতে এলাকার সকল মুর্দেগানদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকলের দরজায়াত বুলন্দ কামনা করেন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com