মোজাম্মেল হক
প্রিয় মারুফ,
আশা করি ভালো আছো। এ চিঠিতে আমি তোমাকে বলবো ঈদুল আযহার কথা। ঈদুল আযহা বয়ে আনে এক খুশির আমেজ ও ত্যাগের অনন্য স্মৃতি। ঈদুল আযহা আসে বছরে একবার অনন্য তাৎপর্য বহন করে। ঈদুল আযহার তাৎপর্য এক বিশাল পরিধিবিশিষ্ট ও সত্য। ঈদুল আযহায় বাস্তবে ও মানুষের মনে শোভা পায় ত্যাগের এক অনন্য স্মৃতি। আর এই ত্যাগটি মূলত করা হয় মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। সকল মুসলিম আর্থিক সামর্থ্যবান ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ঈদুল আযহার দিনে তাদের প্রিয়তম পশু কোরবানি করে। আর ঈদুল আযহার মূল প্রতিপাদ্য বিষয়তো ত্যাগ করা।
তাই এদিন সেই ত্যাগের কাজটাই করা হয়। অর্থাৎ এদিনে আল্লাহর নিকট একমাত্র পৌঁছায় মানুষের অন্তরের তাকওয়া। আর এই তাকওয়ার মানে হলো আল্লাহভীতি। যে ভীতি মানুষকে ইমানদার করে তোলে। তাওহীদের বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী করে তোলে এই আল্লাহভীতি। তাওহীদে বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস হলো মহান আল্লাহ তায়ালার উপর সম্পূর্ণ বিশ্বাস। আর সেটা হতে হবে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস ও সে অনুযায়ী আমল করা ইত্যাদি বিষয়গুলার বাস্তবায়নের উপর। এগুলাই মূলত ঈমানের তিনটি মৌলিক ও মূল বিষয়। এগুলাে ছাড়া কেউই একজন প্রকৃত ইমানদার হতে পারেনা। ইমানদার হতে হলে সর্বপ্রথম ইমানের এই তিনটি মৌলিক বিষয় বা মূল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা অত্যাবশ্যক ও অতীব জরুরী। এই তিনটি বিষয়ের উপর বিশ্বাসের মাধ্যমেই একজন মানুষ ইমানদারের স্বীকৃতি লাভ করে। আর অন্যদিকে আকাইদে সম্পূর্ণ বিশ্বাসের মাধ্যমে তো মানুষ ইসলামে প্রবেশ করে। ইসলাম ধর্ম হলো সর্বজনীন ধর্ম। এটি সৃষ্টিকর্তা,রক্ষাকর্তা,সর্বজ্ঞানী,সর্বশক্তিমান মহান আল্লাহ কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ও ধর্ম। আবার ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। অর্থাৎ ইসলাম ধর্মে বিশ্বাসী সকল মনুষ্যই শান্তিতে বিশ্বাসী।
এবার ফিরে আসি সেই ঈদুল আযহার বিষয়ে। ঈদুল আযহার দিন বিশ্বের সকল মুসলিমগণ শুরু করেন সেই দিনের ফজর ওয়াক্তের নামাজের পর ঈদের দুই রাকাত সালাত আদায়ের মধ্য দিয়ে। ঈদের সালাত আদায়ের পর সর্বক্ষেত্রেই ও সবসময়ই মসজিদের বাইরে দেখা যায় আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও কোলাকুলি। ঈদের আনন্দটা সকলেই সবার সাথে ভাগ করে নেয়। ঈদ মানুষের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। অন্যান্য দিনের চেয়ে ঈদের দিনের তাৎপর্যটা অনেক বেশি। কারণ ঈদ আসে বছরে দুইবার। মূলত বছরে দুইটি দিন হয় ঈদের দিন। এদের মধ্যে একটি হলো ঈদুল ফিতরের দিন। আর অন্যটি হলো ঈদুল আযহার দিন। ঈদুল আযহার দিনে মানুষ দুই রাকাত সালাত আদায়ের পরপরই বেরিয়ে পড়ে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয়তম পশু কোরবানি করার উদ্দেশ্যে। মহান আল্লাহ তায়ালার নামে মানুষ উৎসর্গ করে তাদের প্রিয়তম পশু।
আর এটাই হলো ঈদুল আযহার মূল তাৎপর্য। তবে এর আরেকটি মূল তাৎপর্য হলো তাকওয়া বা আল্লাহভীতি। যাঁর আল্লাহভীতি যত বেশি, সে ততো বেশি সফলকাম। আর সেই সাথে বন্ধু তোমাকে আসন্ন ঈদুল আযহার শুভেচ্ছা।
ইতি
মোজাম্মেল।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com