আশরাফুল ইসলাম আল-আজিম(জুড়ী, মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার অন্যতম একটি সাংগঠনিক উপশাখা জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে দীর্ঘদিন পর এবার প্রকাশ্যে সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৭ রমাদান শনিবার ০৮মার্চ বিকাল ০৫ ঘটিকা থেকে উক্ত বিদ্যালয়ের শ্রেনী কক্ষে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
জুড়ী শহর পরিচালকঃ রুবেল আহমেদের সভাপতিত্বে,ও সেক্রেটারি আব্দুল্লাহ মুয়াজ তাসনিমের সঞ্চালনায় ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদকঃ তারেক রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা শাখার সংগ্রামী সভাপতিঃ জুয়েল আহমেদ,সেক্রেটারিঃ এমরান হোসাইন মনিয়ার সহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা পবিত্র কোরআন নাজিলের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের পবিত্র রমজান মাসে কি কি করনীয় ও বর্জনীয় এবং কিভাবে আল্লাহর হুকুম আহকাম বেশি বেশি মেনে চলা যায় তা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। পরিশেষে ইফতারের মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্তি হয়।