1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ইচ্ছে করে —- রকিবুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ইচ্ছে করে।

রকিবুল ইসলাম

 

ইচ্ছে করে তোমায় নিয়ে

মেঘের ভেলায় ভেসে যেতে।

ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরতে যেতে

চার বেয়ারার পালকি করে।

 

ইচ্ছে করে গগণ থেকে  নীল কুঁড়িয়ে

মিশিয়ে দিতে তোমার শাড়ির নীলের সাথে।

ইচ্ছে করে কল্পনার নৌকায়

হৃদ সরোবরে নোঙ্গর করতে।

 

ইচ্ছে করে কোকিল হয়ে

সংগীত করতে তোমার কর্ণে,

ইচ্ছে করে পুষ্প হয়ে

সুবাস ছড়াতে তব মনের অঙ্গনে।

 

ইচ্ছে করে মুখ লুকাতে

দখিণা হাওয়ায় উড়তে থাকা

তোমার শাড়ির আঁচলেতে।

ইচ্ছে করে জগতের সব লাল রঙ এনে,

তোমার ঠোট দুখানা রাঙিয়ে দিতে।

 

ইচ্ছে করে নীল চাঁদোয়ার টিপ এনে

সাজাতে তোমার ললাট টাকে।

ইচ্ছে করে বকুল ফুলের মালা গেঁথে

সাজাতে তোমার গলদেশটাকে।

 

ইচ্ছে করে রক্ত জবার মালা গেঁথে

সাজাতে তোমার খোঁপাটাকে।

ইচ্ছে করে জগতের সব কালো এনে

কাজল করে এঁকে দিতে,

ডাগর তোমার চোখ দুটিতে।

 

ইচ্ছে করে হিমালয় থেকে

তুষারের সব শুভ্রতা এনে

শুভ্র করি তোমার মননটাকে।

ইচ্ছে করে ঘোর আঁধারে

জ্যোৎস্না এনে আলোকিত করি

তোমার হৃদ-অঙ্গণটাকে।

 

ইচ্ছে করে হাসনা হেনার সুবাস এনে

মাখিয়ে দিতে তব সারা গায়ে,

সেই সুরভীর কিয়দংশ মোর

শরীরে মেখে নিয়ে ধন্য হতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park