1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও গাজীপুর সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ইং

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্সঃ ইচ্ছাশক্তি

 

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার বরাবরের মতোই ভিন্নধর্মী ও সৃজনশীল আয়োজন নিয়ে সাহিত্যপ্রেমীদের জন্য হাজির হচ্ছে। এবারের আয়োজন নিছক সাহিত্যিক আড্ডায় সীমাবদ্ধ নয়, বরং তার সাথে যুক্ত হয়েছে গাজীপুর সাফারি পার্কে ভ্রমণের আনন্দ। সাহিত্য, ভ্রমণ ও বন্ধুত্ব—এই তিনের সম্মিলনে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর শুক্রবারের দিনটি হতে যাচ্ছে অংশগ্রহণকারীদের জন্য অনন্য এক অভিজ্ঞতা।

 

সাহিত্য আড্ডা সাধারণত সীমিত পরিসরে আয়োজিত হয়, যেখানে লেখক-সাহিত্যিকরা নিজেদের অনুভূতি, অভিজ্ঞতা ও সৃষ্টিশীলতা ভাগাভাগি করেন। কিন্তু ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এই আয়োজনটিকে দিয়েছে ভিন্নমাত্রা। এখানে শুধু কবিতা পাঠ বা আলোচনা নয়, বরং প্রকৃতির কোলে বসে সাহিত্যচর্চা ও প্রাণবন্ত ভ্রমণ হবে পাশাপাশি। গাজীপুর সাফারি পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাহিত্যিকদের উপস্থিতি আয়োজনকে করে তুলবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

 

মাত্র ১০২০ টাকার প্যাকেজে ভ্রমণকারীরা পাচ্ছেন নানা সুবিধা। প্রবেশের জন্য তিনটি টিকিট, সুস্বাদু দুপুরের খাবার, বিকেলের হালকা নাস্তা, লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার, স্বরচিত কবিতা পাঠ ও পুরস্কার প্রদান—এসব আয়োজন নিঃসন্দেহে ভ্রমণকে করে তুলবে সমৃদ্ধ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নামসহ জার্সি টি-শার্ট ও ইচ্ছাশক্তির আইডি কার্ড, যা অংশগ্রহণকারীদের মধ্যে একধরনের পরিচিতি ও স্মৃতিচিহ্ন হয়ে থাকবে।

 

দিনব্যাপী এই ভ্রমণে সকাল ১০টা থেকে শুরু হবে আড্ডা ও ঘোরাঘুরি। নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যা আয়োজকদের সচেতনতার প্রমাণ। বিকাল ৪:৩০-এ সবাই একসাথে পার্ক ত্যাগ করবেন—এই সময়সূচি অংশগ্রহণকারীদের জন্য ভ্রমণকে সুসংগঠিত করবে।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি একটি স্ব-অর্থায়িত আয়োজন। অর্থাৎ, অংশগ্রহণকারীরাই নিজেদের সামর্থ্যে আনন্দ ভাগাভাগি করবেন। এতে একদিকে যেমন খরচের স্বচ্ছতা থাকে, অন্যদিকে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়বদ্ধতাও তৈরি হয়।

 

আসলে সাহিত্য কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং তা প্রকৃতি, ভ্রমণ ও বন্ধুত্বের সঙ্গেও মিশে যায়। ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের এই উদ্যোগ সেই সত্যকেই আবারও মনে করিয়ে দেয়। যারা সাহিত্যকে ভালোবাসেন, বন্ধুত্বকে উপভোগ করেন এবং প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চান—তাদের জন্য এই আয়োজন নিঃসন্দেহে একটি সেরা সুযোগ।

 

সব মিলিয়ে, সাহিত্য, ভ্রমণ ও আনন্দের এই অনন্য আয়োজন অংশগ্রহণকারীদের জন্য হয়ে উঠতে পারে জীবনের স্মরণীয় একটি অধ্যায়। তাই এখনই নিবন্ধন করে নিজেকে যুক্ত করুন এক বিশেষ দিনে, যেখানে থাকবে শব্দের মায়া, প্রকৃতির আহ্বান ও আনন্দের রঙিন ছোঁয়া।

 

সাহিত্য, বন্ধুত্ব আর আনন্দের মেলবন্ধনে ভরপুর এই আয়োজনকে সবার অংশগ্রহণে করে তুলুন স্মরণীয়।

নিবন্ধনের জন্য দ্রুত যোগাযোগ করুন ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের সাথে।

 

মোঃ নাছিম প্রাং

প্রতিষ্ঠা ও পরিচালক

০১৯৭৫-২৭৪৬১৪, ০১৫১৬-৩৭৯০৬৪

 

বিঃদ্রঃ নিবন্ধন বা বুকিং এর শেষ তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park