1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ইচ্ছাশক্তি পরিবারের ইংরেজি নতুন বছরের ই-ক্যালেন্ডার প্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্সঃ ইচ্ছাশক্তিঃ

 

ইচ্ছাশক্তি পরিবার, যা সৃজনশীলতা ও প্রেরণার প্রতীক, সদ্য ইংরেজি নতুন বছরের জন্য তাদের ক্যালেন্ডার প্রকাশ করেছে। এই ক্যালেন্ডারটি সময় ও উদ্যমের গুরুত্বকে উদযাপন করার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

 

গতকাল রাতে, ভার্চুয়ালি একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্যালেন্ডারটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ড. আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে ইচ্ছাশক্তি পরিবারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, “এই ক্যালেন্ডারটি শুধু সময় জানানোর মাধ্যম নয়, এটি আমাদের স্বপ্ন ও পরিকল্পনাগুলো বাস্তবায়নের অনুপ্রেরণা জোগাবে।”

 

নতুন বছরের ক্যালেন্ডারটিতে প্রতিটি মাসের সঙ্গে বিশেষ বার্তা ও শিল্পকর্ম যুক্ত করা হয়েছে, যা মানুষকে প্রতিদিন নতুন উদ্যমে দিন শুরু করার অনুপ্রেরণা জোগাবে। এছাড়া, ক্যালেন্ডারটিতে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের উল্লেখ রয়েছে, যা সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

 

ইচ্ছাশক্তি পরিবারের সদস্যরা জানান, তারা এই ক্যালেন্ডার তৈরিতে প্রথাগত ডিজাইনের বাইরে গিয়ে নতুন ধারণা প্রয়োগ করেছেন। ভার্চুয়ালি অনুষ্ঠানের শেষে ইচ্ছাশক্তি পরিবারের প্রতিষ্ঠাতা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য ছিল এমন একটি ই-ক্যালেন্ডার তৈরি করা, যা কেবল সময়ের হিসাব রাখবে না বরং মানুষকে তাদের ইচ্ছাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা আবিষ্কার করতে সাহায্য করবে। আমরা আশা করি, এই ক্যালেন্ডারটি প্রত্যেকের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।”

 

ইচ্ছাশক্তি পরিবারের নতুন বছরের ক্যালেন্ডার এখনই তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ও গ্রুপে ফ্রিতে রেজিস্টেশনের মাধ্যমে ই-ক্যালেন্ডার সংগ্রহ করা যাবে। এই ক্যালেন্ডারটি নিঃসন্দেহে নতুন বছরে সবার প্রাত্যহিক জীবনের একটি প্রেরণাদায়ক সঙ্গী হয়ে উঠবে।

 

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের পক্ষ থেকে ইংরেজি নববর্ষ ২০২৫ইং -এর অগ্রিম শুভেচ্ছা জানাতে ও ২০২৫ইং এর ক্যালেন্ডার পেতে নিম্নোক্ত গুগল ফরমটি পরিপূর্ণভাবে পূরণ করুন।

লিংক- https://forms.gle/X9Y5kQZKStGoeqfx5

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park