প্রতিবেদনঃ মোঃ নাছিম প্রাং
অনলাইন সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত ইচ্ছাশক্তি ইনভাইটেশন প্রতিযোগিতা বিপুল উৎসাহ এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে। এই প্রতিযোগিতা ছিল সাহিত্যপ্রেমীদের সৃজনশীলতা এবং বন্ধুদের আমন্ত্রণের মধ্য দিয়ে একটি নতুন সাহিত্য পরিবার গড়ে তোলার অনন্য প্রচেষ্টা।
প্রতিযোগিতার লক্ষ্যঃ
ইচ্ছাশক্তি ইনভাইটেশন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নতুন লেখকদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা এবং তাদের সাহিত্যচর্চায় উৎসাহ প্রদান করা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজের সাহিত্যগোষ্ঠীকে প্রসারিত করার জন্য নতুন সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। যার ফলে এখন ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের সদস্য সংখ্যা ৭০০০+।
প্রাপ্ত ফলাফলঃ
অনলাইন মঞ্চে অংশগ্রহণকারীদের আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ প্রতিযোগিতাটি এক নতুন উচ্চতায় পৌঁছায়। সর্বাধিক সক্রিয় এবং সফল আমন্ত্রণকারী প্রতিযোগীরা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিযোগিতার বিচারকার্য ছিল অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ। ইচ্ছাশক্তি ইনভাইতেশন প্রতিযোগিতায় মোট অংশগ্রহণকারী সদস্য ছিল ২৩ জন। টিম ইচ্ছাশক্তি কমেন্টে ট্রেকারের মাধ্যমে ৬ জনকে বিজয়ী বলে ঘোষণা করছে।
বিজয়ী তালিকাঃ
বিজয়ী অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে সর্বাধিক নতুন সদস্য যুক্ত করেছেন এবং তাঁদের সাহিত্যচর্চায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
দ্বিতীয় বিজয়ীও নিজেদের আমন্ত্রণের মাধ্যমে সাহিত্য মঞ্চে উজ্জ্বলতা বৃদ্ধি করেছেন।
পুরস্কার ও স্বীকৃতিঃ
ইচ্ছাশক্তি ইনভাইটেশন প্রতিযোগিতা কেবল একটি আয়োজন নয়; এটি একটি পরিবারের বন্ধনকে আরও শক্তিশালী করার প্রয়াস। নতুন সাহিত্যপ্রেমীদের এই মঞ্চে যোগদানের মাধ্যমে একটি সৃজনশীল পরিবেশ গড়ে উঠেছে। বিজয়ীদের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করছি।
শুভেচ্ছান্তে,
ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার
ডুয়েট গেট, জয়দেবপুর, গাজীপুর-১৭০৭
Website: www.ichchashakti.com