সাবিত রিজওয়ান
‘কবিতার মেলা আমরাই সেরা’ যৌথকাব্যগ্রন্থটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয় ১৫ জানুয়ারি, ২০২৪। সম্পাদনায় ছিলেন নাছিম প্রাং। এই বইটিতে আমার দুইটি কবিতা ও একটি বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। বইটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার।
নাছিম ভাই একজন তরুণ সম্পাদক। বইটি বিষয়ে তিনি কথার সাথে কাজের মিল রেখেছেন। তিনি নিজেও একজন প্রকাশক; তাঁর ইচ্ছাশক্তি প্রকাশনী নবীন ও প্রবীণ কবিদের জন্য অনুপ্রেরণার একটি ক্ষেত্র হয়ে উঠেছে।
আমি যখন সাহিত্য গ্রুপ প্রতিষ্ঠা করি, তখন তাঁরা লোগো বেনে দিয়ে আমাকে সহযোগিতা করছিলেন।
আগস্ট ২০২৪, পায়রাভরত একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় ‘উদীয়মান কবিদের জাগ্রত কলম’ নামে একটি যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয় ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে। সম্পাদনায় ছিলাম আমি ও সোহাগ ভাই।