আহ্বান _ আল আমিন গাজী
প্রিয় দেশবাসী …..
আপনারা অবগত আছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে,অনেকের মনে আনন্দের জোয়ার এসেছিল। তারা শতভাগ নিশ্চিত ছিল যে, দেশের স্থিতিশীল প্রক্রিয়ার পরিবর্তন হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অতিতে যেসব কর্মকাণ্ড হয়নি, চলমান পরিস্থিতি সেগুলো বেশি হচ্ছে। অনলাইন অফলাইনে শুধু শোনা যায় খুন লুটপাট, হাইজ্যাক, ধর্ষন ইত্যাদি। বিশেষ করে দলীয় নেতা -পাতারা এরকমটা করে। করবেই না কেন? বদ্ধ খাঁচায় কোনো প্রাণিকে আটকে রেখে দেওয়ার পর অর্থাৎ অনেক দিন পর ছেড়ে দিলে তার অনুভূতি যেরকম হবে, ঠিক ওদের ক্ষেত্রে এমনটাই ঘটবে। আর নিরীহ জনগণের বুকে ভয় সঞ্চার করে দেবে । এতে তারা কি মনে করে জানিনা?
ঐ সকল শ্রেণির দল যদি কোনোভাবে ক্ষমতা যেতে পারে তাহলে তো কথাই নেই। তখন দেশটা তারা মগের মুল্লুক ভেবে নেবে। কিন্তু তা হতে দেওয়া হবে না।
মনে রাখবেন, ছাত্র জনতা যেমন করেই হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতাচ্যুত করিয়েছে। ঠিক একই ভাবে আপনাদেরকে এসব কর্মকাণ্ডের জন্য বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।
প্রয়োজন আমরা ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ গড়ে তুলবো এবং আগামীতে আমরাই দেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ।