অগণিত সুখী মানুষের ভীড়ে
একলা আমি অতি অনাদরে,
উপেক্ষায়,অবহেলায়,
নিদারুণ কষ্টে চলেছি এ পথ।
বয়ে চলেছি,উড়িয়ে চলেছি
চিরদুঃখী একজন মানুষের
নির্মমতায় ভরা জীবনের কেতন।
কালের চোরা স্রোতে তলিয়ে গেছে
আমার সকল আশা,আকাঙ্খা,স্বপ্নগুলো।
তবুও ভাঙ্গা হৃদয় নিয়ে
এখনো আশায় থাকে আমার বেহায়া মন
যদি আমার “মহারাণী” কভু আসে ফিরে!
আসে ফিরে এই মেঠো পথ ধরে
দূর্বা ঘাসের উপর দিয়ে,
তার আলতা রাঙা কোমল পায়ে
নূপুরের ঝংকার তুলে হাঁটতে হাঁটতে,
-আসে যদি সুখ পথভুলে।