আষাঢ় এলে ডোবার জলে
ভাসতে তুমি থাকো
সন্ধ্যা কালে আঁধার হলে
গাল ফুলিয়ে ডাকো
তালে তালে সুরে সুরে
মিষ্টি করে ডাকো।
জলে ভাসা লতা পাতায়
আড়াল হয়ে থাকো।
বিয়ের কথা পাকা করো
বাঁধতে সুখের ঘর।
বর্ষা জলে গোসল করে
সাজবে নতুন বর।
কোলা কুনো সাথে যাবে
বধূ আনতে ঘরে।
কচু পাতার ছাতা মাথায়
নিবে বরণ করে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com