প্রিয় বন্ধু, আমি তোমায় ভালোবাসি আল্লাহর তরে,
এই ভালোবাসা নয় দুনিয়ার রঙিন মোহের ঘরে।
আমরা মিলেছি যেন ঈমানের আলোয় ভরা পথে,
জীবন কাটুক একসাথে, কল্যাণের প্রভাতে।
তুমি যখন ক্লান্ত হও, আমি বলি ধৈর্য ধরো,
আল্লাহর স্মরণে মন ভরো, সব দুঃখ সরো।
তুমি আমায় তাগিদ দাও, নামাজের আহ্বানে,
আমি তোমায় ডাকি চলি কোরআনের বাণীতে।
এই বন্ধন কেবল এখানে নয়, কবরের আঁধারে,
হিসাবের ময়দানে, আর জান্নাতের দ্বারে।
যদি তুমি আগে যাও, প্রভুর জান্নাত পেয়ে,
আমায় ডাকবে বন্ধু হয়ে, আল্লাহর রহম পেয়ে।
প্রিয় বন্ধু, এই বন্ধুত্ব হোক চিরস্থায়ী,
যেন জান্নাতের বাগানে হয় আমাদের মিলনমেলা–অবিরত, অসীম, আর শান্তিময়।