অত্যাচারের মাত্রার শেষ,
হয় না কখনো ভাই?
আল্লাহ গজব আসলেই,
সব প্রকাশ হয় তাই।
তেমনিভাবে প্রকাশ পেল,
আয়না ঘর একটি কথা।
সব শেষ হয়েছে আজ,
পেলাম মোরা স্বাধীনতা।
জেল হাজতে ভরে পছে,
কতো শত মানুষ।
খাবার খাদ্য নাই তার,
অন্ধকারের মতোই বেহুঁশ।
এটি একটি দুনিয়ার,
দ্বিতীয় কবরস্থান।
দেখার মতোন সাহস নেই,
চার দেয়ালের বাণ।
কিছু সাহসী ছাত্র জনতা
ঢুকলো আয়না ঘরে!
গন্ধ পেল লাশের কতো,
আয়না ঘরের দ্বারে।
তুমি বাংলার বাদশা!
তুমি বাংলার সম্রাট!
তুমি কিন্তু চিরকাল!
বাঁচবে না ওয়াদা বদ্ধ আল্লাহর।
তাহলে কেন এত বাহাদুরি?
কেন তৈরি মানুষের জন্য আয়না ঘর,
তোমার তো থাকার দরকার,
ভিতরে একটু ডর।
আসুন ক্ষমতা যেকেউ?
হবে না আর আয়না ঘর।
তাল বাহানা করলে,
নামাতে পারবে ছাএজনতা
মনে থাকে যেন?
বুকে আছে সাহস
তেজে ভরা আছে বল।