সুনামগঞ্জ, সদর।
ইচ্ছা শক্তি আইডি নং:০০২০২২০১৮৯
আমি ভুল করেছি ভুল,
আমার তৃষ্ণার্ত যৌবনে,
তৃপ্তির নিবারণে।
হারিয়েছি সতিত্বের কুল।
আমি ভুল করেছি ভুল।।
উচাটন মন কিশোরী তৌল,
হৃদয়ের মণি কোঠায়,
এক নাগরের ঠাঁই।
ভক্ষণ করেছে সে মোর সমস্তুল।
আমি ভুল করেছি ভুল।।
মুই লালিত্য এক ফুটন্ত ফুল,
ভ্রমরা দলের গুঞ্জনে,
উত্যক্ত হই নিত্য দিনে।
নাচার হয়ে বাঁচিতে দরি সঙ্গির কূল।
আমি ভুল করেছি ভুল।।
সেও মিথুন ভক্কিবাজি লোলুপ তুল,
অমৃত সাধ করিয়া আহার,
খুঁজে অন্য সঙ্গির ধার।
বিনিময় নিলাম গলে কল্কেরি ঢুল।
আমি ভুল করেছি ভুল।।