প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দলের হতশ্রী ব্যাটিং আর বোলিং দেখে অনেকে বাংলাদেশ দল নিয়ে সমলোচনা করলেও বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত বিশ্বাস করেন না বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে এত খারাপ দল ।
পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের আনন্দ নিয়ে বাংলাদেশ দল গিয়েছিলো তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে। তবে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের মুখে যে সাফল্যের কথা শোনা গিয়েছিলো তার ছিঁটেফোঁটাও পাওয়া যায়নি ভারতের বিপক্ষে ম্যাচে উল্টো ২-০ ব্যবধানে হেরে সিরিজ খোয়াতে হয় শান্ত-লিটনদের। দর্শকদের সেই দুঃখ ঘুচানোর একটা বড় সুযোগ হতে পারতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে গতকাল ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমে ব্যাট-বল দুই বিভাগে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ । স্বাগতিকদের বিপক্ষে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে সমলোচনার মুখে পড়েছে ক্রীড়া প্রেমীদের। তবে এমন অবস্থায় টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স খারাপের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অবশ্য নিজেদের এত খারাপ দল বলতে রাজী নন শান্ত।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘খারাপ হয়েছে যে সেটাও বলবো না। আমার মনে হয় যে, এর থেকে আমরা ভালো দল। শেষ অনেকদিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরম্যান্স করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।’
তিনি আরো বলেন, “আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম, সে জন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে”।