1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

আমি তো চাষা — ইয়াকুব আলী তুহিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আমি তো চাষা

ইয়াকুব আলী তুহিন

 

আমি তো চাষা, খোলা মাঠে দাঁড়াই,

মাটির গন্ধে ভরে যায় প্রাণ, নিঃশ্বাসে পাই—

সূর্যের তাপে পুড়ে যাই বারবার,

তবু বীজ বুনে তুলি নতুন প্রহর।

আমি তো চাষা, মাটি আমার বন্ধু,

হাতে ফাল, মাথায় রোদ, আর ঘামে ভেজা গাঁ।

মেঘের প্রতীক্ষায় দিন গুনি আমি,

শুষ্ক মাঠে রইল ধান বপনের স্বপ্ন গাঁথা ভূমি।

মাটির কোলে যে সুখ লুকিয়ে থাকে,

শহরের কোলাহল সে কোথা থেকে জানে?

প্রকৃতি আমাকে ডাকে সবুজের ভেতর,

হাল হাতে জীবন কাঁদি আমি অপরাহ্নে আবার।

আমার ঘামে ফোটে ধানের সোনালি ফুল,

মাটি আমার সঙ্গী, বাতাসে খাই দোল।

আকাশের সাথে আছে মোর দোস্তি,

ঝড়-জল সব সহি, তবু মোর নেই কোনো ত্রুটি।

 

আমি তো চাষা, বীজ আমার হাতের মুঠোয়,

মাটির বুক চিরে তুলি আমি স্বপ্নের আলয়।

খালি পায়ে চলি, স্বপ্ন দেখি পরাণে,

আমি যে চাষা—ধরণী মোর আপন ঠিকানা।

 

আমি তো চাষা, হাল ধরি আকাশের নীচে,

মৃত্তিকার বুকে ফোটাই স্বপ্নের বীজে।

কেউ দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক,

আমি তো চাষা, বাঁচি শুধু মাটির সুধা পান করে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park