আমার স্বপ্নসিড়িঁ রঙিন ঘুড়ি
মন যে করে উড়ি উড়ি।
স্বপ্ন আমার মনের পাখি
মনকে তাই জাগিয়ে রাখি।
স্বপ্ন আমার স্বপ্ন তোমার
স্বপ্নই মনের মাঝে আমার।
স্বপ্ন দেখা সহজ যতই
স্বপ্ন গড়া কঠিন ততই।
তবুও সবাই স্বপ্ন দেখি
বাস্তবে বাস্তবায়নের চেস্টা করি,
স্বপ্ন নিয়েই বেঁচে থাকি।
এটাই আমার স্বপ্নসিড়িঁ বন্ধুটি।
এই মোর স্বপ্নসিড়িঁ ভাবনা,
সকলের জন্যে রইলো শুভ কামনা।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com