আজ ১২ রবিউল আউয়াল
পবিত্র ঈদে মিলাদুন্নবী,
আমার প্রিয় নবীর জীবন ছিল
কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি,
আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে
জন্ম নিলেন মা আমিনার কোলে,
তার পবিত্র জন্মের পর তিন দিন
তিন রাত কাবা শরিফ দুলে।
খোদার পরে যাহার স্থান
আমার প্রিয় নবী,
ধরার বুকে ফুটে ওঠে
নূরের আলোর রবি।
বিশ্ব নবীর আগমনে আমরা সবাই ধন্য,
তাঁর কারণে শ্রেষ্ঠ উম্মত আজ হয়েছি গণ্য ।
তাঁর আদর্শে জীবন গড়ি,সৃষ্টিকর্তার পথ ধরি,
আমি যেন মৃত্যুর আগে একবার কালেমা পড়ে মরি!
আমার কাছে প্রিয় নবী অনেক বেশি দামি
তাঁর প্রতি ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি
তাঁর রওজা মোবারক এ সালাম দিব।
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা
একবার যদি যেতে পারতাম ঐ মদিনায়,
এ মনের আশা পূরণ করিও
হজের সাথী আমায় বানায়।