আমার প্রিয় জন্মভূমি
সাহসী বীর যুবক,
রক্ত দিয়ে স্বাধীন করেছে
জন্মভূমির তাবুক।
আমার প্রিয় জন্মভূমি
রাখাল ছেলে নায়ক,
সকাল হলে ছুটে চলে
বাউল দেশের গায়ক।
আমার প্রিয় জন্মভূমি
মাঝির নৌকা চলে,
পারাপারে বসে থাকে
বাড়ি যাবে বলে।
আমার প্রিয় জন্মভূমি
সোনার ফসল ফলে,
মাঠে ভরা সোনার ধানে
মহিষ গাড়ি চলে।
আমার প্রিয় জন্মভূমি
পাখি ডাকে ভোরে,
মিষ্টি সুরে ডেকে চলে
সকাল বিকাল উড়ে।
আমার প্রিয় জন্মভূমি
দেশি মাছের স্বাদে,
ইলিশ-কাতল,বোয়াল-চিতল
মায়ের হাতে রাধে।