সাবিত রিজওয়ান
কারো বাড়ির কাছে নদী-নালা আছে, কারো ফের বাড়ি থেকে দূরে/অনেক দূরে। নদীর পানিগুলোও শুকিয়ে যাচ্ছে, দেখবেন চর পড়ে গেছে, চরেও উঠছে বাড়িঘর। পুকুরগুলো ভরাট করা হচ্ছে, পুকুরের প্রতি কজনই আর যত্ন নেয়? কমে যাচ্ছে খেলার মাঠগুলো, মাঠ কি হেঁটে হেঁটে চলে যায়? আমাদের এতটাই প্রয়োজন যে, কলসির পানি খেতে খেতে কলসি পর্যন্ত খেয়ে ফেলি।
ক্ষেতগুলোরই একই দশা, চাষের জমি, বন, পাহাড় এগুলোকে আমরা বাড়িঘর, রাস্তায় পরিণত করছি, গাছ কাটছি। অন্যান্য জীবজন্তুর আবাসস্থল নষ্ট করছি, তারা (জীবজন্তু) থাকবে কোথায়? যখন হিমালয় গলানো পানি, বৃষ্টির পানিএগুলোতে নদী ভরে যায়, ফলে নদীতে যাদের বাড়ি, তারা চুবানি খায়, অনেকে নিঃস্ব হয়ে যায়। বলুন শান্তিটা কোথায় রয়েছে? উদ্যোগ নিয়ে কুলানো দায় হয়ে পড়ে। আমরা যা খাচ্ছি, যতটুকু চাষের জমি আছে তাতে ব্যবহার করা হয় কীটনাশক, সার; আপনাদের কাছেই প্রশ্ন, খাবার খাচ্ছি না বিষ খাচ্ছি? দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।