আদর্শ শিক্ষক
বি এম মিজানুর রহমান
নড়াইল, বাংলাদেশ।
ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৯০১
শিক্ষক আমি দিয়ে যাব
মনের সুখে শিক্ষা,
মনে রাখবে তোমরা সদা
ভুলবে না রে দীক্ষা।
ভালোবাসার ফুল ফোটাবো
কাটবে বেলা হেসে,
মানুষ হবে ছাত্র সমাজ
সুবাস আসবে ভেসে।
আলোক বাতি সাথে নিয়ে
জ্বেলে দেব আলো,
সারা জীবন ছাত্র আমার
থাকবে অনেক ভালো।
ফুটবো হয়ে সুগন্ধি ফুল
সুবাস ছড়ায় যাবো,
দুনিয়াতে না পাই যদি
আখিরাতে পাবো।
মরার পরে আমায় লোকে
রাখবে মাথায় তুলে,
আদর্শ হও নইলে তোমায়
সবাই যাবে ভুলে।