ডেক্সঃ মোহাম্মদ মোহছেন মোবারক
২০১৩ সালের ২৬ এপ্রিল ছিল জুমাবার। এদিন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে জুমার নামাজ আদায়কালে হেফাজতিরা খতিবে বাঙ্গাল আল্লামা অধ্যক্ষ জালাল উদ্দীন আল কাদেরী (রহ)-কে অবরুদ্ধ করে হামলা ও অকথ্য ভাষায় গালমন্দ করেছিল। সেদিন তারা ইমাম শেরে বাংলা (রহ)'র মাজার শরীফেও হামলা করেছে। প্রতিবাদমূখর হয়েছিল সুন্নি জনতা। খতিবে বাঙ্গালকে অবরুদ্ধ করে রাখার খবরে পুরো চট্টগ্রামকে অবরুদ্ধ করে রেখে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার কর্মীরা। তাকে লাঞ্ছিত করার সংবাদ এবং হাটহাজারীতে ইমামের মাজারে হামলার খবর শুনে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র শহীদ সাইফুল (রহ)-সহ হাজারো কর্মী মাঠে নেমে এ জুলুমের প্রতিবাদ করে। জমিয়তুল ফালাহর সমাবেশ শেষে ফিরতি পথে অবরুদ্ধ উগ্র হেফাজতিরা বরাবরের মত উগ্রতা প্রদর্শন করে সুন্নী জনতাকে দমাতে চাইলেও সেদিন তারা সক্ষম হয়নি। আপন আখড়ায় ফিরে আসতে অক্ষম হেফাজতিরা কাপুরুষতাকে বেছে নেয়। তৎকালীন ফতেপুর ইউনিয়ন ছাত্রসেনার দায়িত্বশীল ও জামেয়ার মেধাবীমূখ সাইফুলকে একাকী পেয়ে তারা কুপিয়ে মারাত্মক জখম করে। ২৬ এপ্রিল হামলার শিকার হয়ে প্রিয় সেনাকর্মী সাইফুল ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৩ মে সার্জিস্কোপ হাসপাতালে শাহাদাত সুধা পান করেন।
আজ এতবছর পার হলেও প্রিয় সেনাকর্মী হত্যার বিচার হয়নি।বিচারের বাণী আজ নিভৃতে কাঁদছে। শহীদ সেনাকর্মী সাইফুলের হন্তারক বাতিলরা
> মাজার ভাঙ্গার হুমকি দেয়; প্রতিবাদে মাঠে নামে ছাত্রসেনা
> সৌদি স্টাইলে সমস্ত খানকাহ গুড়িয়ে দিয়ে নজদি শাসন কায়েমের স্বপ্ন দেখে; প্রতিবাদ করেছে ছাত্রসেনা
> শহীদ ফারুকীর মত আশেকে রাসুল আলেমদের তারা জবাই করে হত্যা করে; প্রতিবাদে সারাদেশে হরতাল পালন করেছে ছাত্রসেনা
> রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে ওহাদিবাদ কায়েমের স্বপ্ন দেখে; বাধ সাধে যুবসেনা - ইসলামী ফ্রন্ট।
> ইসলামের শাশ্বত বিধান পাল্টে দিয়ে, মুতা বিয়ে জায়েজ করে, জান্নাতিদের সাথে নিয়ে ইসলামিক স্টেট (!) করার স্বপন দেখে ; তাদের খোলস খুলে দেয়ার দায়িত্ব নেয় আহলে সুন্নাত।
সুন্নিয়ত রক্ষার দায়িত্ব শুধু ছাত্রসেনা, যুবসেনা, ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাতের একার নয়। এ দায়িত্ব সবার। আহলে সুন্নাত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শীর্ষ নেতৃত্ব আজ এ হায়েনাদের জঙ্গি তৎপরতা নিষিদ্ধ করতে মাঠে নেমেছে। তাদের অপতৎরতার বিরুদ্ধে আমাদের আন্দোলন নতুন নয়। সুযোগে পেলে দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর সুযোগ খোঁজা হন্তারকদের সাইফুল হত্যার হুকুমের আসামী করে গ্রেফতার, ও বিচারের আওতায় আনা সময়ের দাবি। তাদের বিচার হলে শান্তি পাবে শহীদ সাইফুলের আত্মা। হাজারো সেনানীর এ আকুলতা সরকার বাহাদুরের কাছে পৌছবে কি?
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com