৩০ লক্ষ প্রাণের বিনিময়ে
আজকের এই স্বাধীনতা।
৫২ রক্ত দিয়ে প্রমাণ
৬৯ এর গণ অভ্যুত্থান
তবু ও মিলে না কপালে
স্বাধীনতার সোপান।
আজ ও জাতির হায়াকার
চিৎকার করে শুধু কাঁদায়।
আজ ও জাতির হায়াকার।
কখন মিলবে কপালে?
একটু স্বাধীন ভাবে চলতে
কখন আমি শান্তি পাব?
এ বিশ্ব জগতে।
নতুন করে বাঁচার স্বপ্ন,
দেখছিলাম ৫ই আগস্টে।
এখন দেখি আরো বর্বরতা
শুরু হয়েছে রাস্তা ঘাটে।
কি পেলাম জীবন দিয়ে?
রাখলাম কি ভাষার মান?
কি হল শহিদ হয়ে?
তাজা মায়ের বুকের প্রান।
তুমি আমাকে ক্ষমা করি ও
দিতে পারলাম তোমার মর্যাদা।
আজ ও জাতির হায়াকার
বলতে গেলে লাগে ব্যাথা।
এ ধরা বিশ্ব ভুবনে
করি না যতো অট্টালিকা।
স্বাধীন ভাবে বাঁচতে না পারলে
সব সুখ লাগে মিছা।
উন্নয়নের জোয়ার একদিন
আসবে সোনার দেশে ভাই?
থাকবে সবাই মিলে মিশে
করবে না জাতি ইনশাআল্লাহ