“আবেগ অনুভূতি ও কল্পিত কবি হৃদয়ের ছবিটা
কবির কলমে শৈল্পিক সৃষ্টি মহান কবিতা”
আজ ” কবিতা ” দিবস সকল মহান কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং সেই সাথে হৃদয়ের হৃদয়স্থ থেকে সকল কবিতা প্রেমী পাঠকদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা সাহিত্যের সর্ব প্রাচীন এবং অন্যতম শাখা হলো কবিতা। কবিতা একাধিক বিষয়ের সংমিশ্রণে ছন্দময় সৃষ্টি যেমন আবেগ অনুভূতি কল্পনা ইত্যাদি। একান্ত কবি হৃদয়ের ছন্দময় সৃষ্টি হলো কবিতা। বাংলা সাহিত্যের প্রথম নির্দেশন চর্যাপদ থেকে শুরু করে আজ পর্যন্ত মহান কবিগণ রেখে গেছেন তাদের মহান সৃষ্টি কবিতা। যা প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। কবিতার গুরুত্ব অপরিসীম। কবিতার ছন্দে কেউবা খোঁজে আনন্দ কেউবা খোঁজে দুঃখ কেউ বা খোঁজে বিরহ আবার কেউ বা না খুঁজেই পেয়ে যায় মহা সমুদ্র। কবিতার ছন্দে ডোবা যায় আবার অজান্তেই অশ্রু জলে ভাসা যায় কবিতার মাঝে তীর থাকে আবার কবিতার মাঝেই পুষ্পের ঘ্রাণ যা মূলত একজন কবি অতি আলতোভাবে হৃদয়ের মাধুরী মিশিয়ে ভাষাগত সৌন্দর্য্যে ছন্দময় ভাবে সৃষ্টি করে। তাই তো এই ক্ষুদে আমি বারংবার সেই কবিতা প্রেমে হোঁচট খেয়ে পড়ি। আজকের এই বিশেষ দিনে সেই সে কবিতাকে গ্রহণ করলাম নতুন ভাবে নতুন করে।