আজব হাতি
আল-আমিন সাজ্জাদ
হাতির মাথায় শিং গজালো
দেখতে লাগে ভারি সুন্দর
নেচে গেয়ে আত্মহারা
নাচে বনের হনুমান বান্দর।
এ যে এক মহাকান্ড
বন করলো লন্ড ভন্ড
ডিম পেরেছে দাঁড়িয়ে
অপেক্ষা করে খানিক দন্ড।
এরুপ হাতি কে দেখেছে
দুনিয়ার কোন বনে
ধরার কথা ছোট্ট সোনা
ভাবছে বসে মনে মনে।