প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি সিরিজে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার(আইসিসি) কাজ থেকে শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজি।
সদ্য সমাপ্ত হওয়া ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আম্পায়ারের দেওয়া ওয়াইড বলের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারের দিকে নির্দেশ করে অনুপযুক্ত মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজি । যা আইসিসি কোডের ২.৮ ধারা লঙ্ঘন করে। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচের সময় একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত প্রদর্শন সম্পর্কিত। তাই এমন সিদ্ধান্তের জন্য আইসিসির কাজ থেকে ম্যাচের ১০ শতাংশ জরিমানা গুনতে হয় দক্ষিণ আফ্রিকার পেসার কোয়েটজিকে। তবে কোয়েটজি শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন পড়েনি।
এদিকে একই দিনে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের সুফিয়ান মাহমুদ আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন।