আজ বৃহস্পতিবার,আকাশের রং হাল্কা ধূসর,
স্টেশন আজ হট্টগোল থেকে নিয়েছে অবসর।
পুরনো বট গাছের ছায়ায় বসে তাকিয়ে আছি,
চোখের দৃষ্টি রেললাইনের দূর সিগনালে,
আশায় আছি কখন লাল থেকে সবুজ হবে।
হটাৎ করেই জীবনে এক ব্যর্থতার বোঝা বেড়ে গেলো,
এই বোঝা আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে আজীবন।
যেমন নদী বয়ে নিয়ে যায় তার জলধারা।
অস্থির মন নিয়ে বসে আছি সেই এক জায়গায়,
সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করার
সাহস হচ্ছে না।
যদি তুমি পাখির মতো হটাৎ এসে পরো।
ট্রেনের খবর হলো,
ভৈরব থেকে ছূটে এলো আখাউড়ার এক্সপ্রেস।
তোমার আশার কথা ছিলো, তুমি এলে নামলে।
চোখে চোখ পড়লো, নীরবে স্টেশন থেকে বেড়িয়ে গেলে,
সদ্য বিবাহিত করপোরেট পুরুষের হাতে হাত রেখে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com