লাল শাড়িতে এক লাল পরী-
উড়ছে ঐ নীলআকাশ জুড়ি।।
মনে হয় তারই প্রেমে পড়ি,
সময় শেষ, অচল দেহঘড়ি।।
সে থাকে যে কোন আস্থানায়?
তাকে জানা হলো বড়ই দায়।।
সে ধরা দিতে চেয়ে দেয় না,
ধরে যে হরেক রকম বায়না।।
শুধু জানি থাকে সে এক কোণা’-
পুরো ঠিকানা আজও অজানা।।
নেত্রর সাথে তার ঠিকানার মিল,
চোখ বুঁজে খুঁজে নিবো গরমিল।।
হয়নি দেখা লাইভে বা আসলে,
তবু্ও তার লাগি মনটা যায় গলে।।
ধেত্তেরি ছাই, কেন কিসের মায়া-
পরীরা কি বুঝবে চাওয়া পাওয়া।।
থাক না পরী যেথায় খুশি থাক,
তার ডানায় আপনার কি লাভ।।
সুখে শান্তিতে থাকুক লাল পরী,
হায়রে অভাগা বিরহ ব্যথায় মরি।।