প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
বুধবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ । তবে অসুস্থতার কারণে সিরিজের প্রথম ম্যাচে একাদশে থাকা নিয়ে শঙ্কা জেগেছে স্পিনার রিশাদ হোসেনের।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল হেরেছে ইনিংস ব্যবধানে। তবে বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। কিন্তু কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। অসুস্থতার কারণে অনুশীলনে ছিলেন না রিশাদ হোসেন। ফলে শঙ্কা জেগেছে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে। তবে বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে রিশাদ আপতত টিম হোটেলেই অবস্থান করছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে দলীয় সূত্র জানিয়েছে, রিশাদের অসুস্থতা খুব গুরুতর নয়। তারা আশাবাদী এবং এখনো তার ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন মেহেদী হাসান মিরাজ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com