না আমি পুরুষ, আর না আমি নারী,
দুনিয়ার কোথাও নাই আমার বাড়ী।
না আমি মাতৃ তন্ত্র, না আমি পিতৃ তন্ত্র,
আমার জীবনে বেদনার নেই কোন অন্ত।
দাও নি সমাজ, দিয়েছো ঘৃণার দৃষ্টি,
কোন পাপে তুমি মোরে করেছো সৃষ্টি।
কেউ বলে খোঁজা, কেউ বলে কিন্নর,
পথে ঘাটে তোরা সব পরে পরে মর।
শরীর দিলে, দিলে অফুরন্ত যৌবন,
বিনিময়ে কেড়ে নিলে তুমি মাতৃত্বের বন্ধন।
তবুও হাসি এক বুক ভরা আশা নিয়ে,
যদি কোন দিন দূঃখ ঘোচে মোর প্রেম দিয়ে।
সমাজ দেয়নি কখনো মোরে সম্মান,
তবুও কেন গায় তার সামাজিকতা গান।
আমি তোমারই আশ্চর্য সৃষ্টি হে বিধাতা,
তুমিই মোর প্রভু, তুমিই মোর অন্নদাতা।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com