ডেক্সঃ এস ইসলাম সুজন , সিংড়া, নাটোর, বাংলাদেশ।
বই মেলা কি?বই আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে তাই না। বই আমাদের মনের দুঃখ-কষ্ট ভুলতে সাহায্য করে। বই আমাদের একাকিত্ব দূর করে থাকে। বইয়ের পারষিক ভাষা আমাদের অনেক কিছু শিখাতে পারে। বইমেলায় পাঠকরা বই ক্রয় করতে আসুন। মনের মত বই ক্রয় করুন।
আর আমি বই মেলায় গিয়ে যা যা দেখলাম? এ-তো বই মেলা নয়, যেনো প্রেমিক-প্রেমিকাদের মিলনমেলা। জোড়ায়-জোড়ায় প্রেমিক-প্রেমিকরা ঘুরাঘুরি করছে। আর ফুচকা দোকানে ভীড় জমানো। কিছু কসমেটিকস ও ফুলের দোকানে দেখা যায়। মনে হয় তারা কোনো বিবাহ অনুষ্ঠানে এসেছে। তারপরে স্টলে স্টলে গিয়ে ছবি তোলা, একটু একটু করে ভিডিও বানানো, আর টিকটক তৈরি করা। বইমেলা শুধু একটি মেলা না। এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতির প্রতীক স্বরুপ।
অমর ২১শে বই মেলা বাঙালিদের আবেগ, ভালোবাসা ও জ্ঞানতৃষ্ণার মিলনমেলা।শুধু এখানে বই কেনা-বেচা করা হয় না। পাঠক ও কবি, লেখকদের মেলবন্ধন ঘটে সাহিত্য চর্চাকে সমৃদ্ধ করতে। মেলাতে আসার আগে আপনি যেমন বই পড়তে ভালোবাসেন। তার একটি নমুনা তৈরি করুন। যেমন: উপন্যাস, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি বই নির্বাচন করুন। মেলাতে গিয়ে স্টলে স্টলে ঘুরুন, কবি ও লেখকদের বই দেখুন ও পড়ুন এবং প্রিয় কবি ও লেখকদের বই সংগ্রহ করুন।
একজন কবি ও লেখক যে পরিমাণ পরিশ্রম করে কবিতা ও বই সর্বোচ্চ উপায়য় দিয়ে লেখালেখি করে। আর যদি সেই বই আপনারা দেখে চলে আসেন? তাহলে কবি ও লেখকদের জন্য অপমান জনক। কবি, লেখক ও সম্পাদকরা কাদের জন্য বই তৈরি করবে বলুন? বই শুধু আপনাদের জ্ঞান বৃদ্ধি করবে না, মন ভালো করে তুলতে সাহায্য করে। তাই একটি, দু’টি বই কিনুন এবং কবি ও লেখকদের উৎসাহ দিন।
কবি ও লেখকরা শুধু পাঠকদের ভালোবাসা চায় না? বই কেনার পাশাপাশি কবি ও লেখকদের সাথে কথা বলুন। তাদের মনের ইচ্ছার কথা সম্পর্কে জানুন। সামাজিক মাধ্যমে তাদের বই এবং কবি ও লেখকদের প্রশংসা করবেন। আপনার একটি মতামত একজন কবি ও লেখকদের মনে অনেক জায়গা তৈরি করবে। তাদের আরও ভালো লেখার অনুপ্রেরনা দিতে পারেন।
অমর ২১ শে বই মেলায় শুধু বই কেনা-বেচা হয় না?
বই মেলা কেবল বই কেনাবেচার জায়গা নয়। এটি আমাদের বাংলার সাহিত্য, সংস্কৃতি, ধ্যানধারণা ও চিন্তাচেতনা বিকাশের একমাত্র মাধ্যমে। পুরাতনের পাশাপাশি নতুন প্রজন্মকে স্বাগত জানিয়ে বইমেলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে হবে। তাই আসুন, আমরা সকলেই বই মেলায় আসি, পছন্দের বই ক্রয় করি এবং নতুন, পুরাতন কবি ও লেখকদের উৎসাহিত করে।বাংলার সাহিত্যকে আরও রঙিন করে তুলতে হবে আমাদেরকে?
যে বাংলা ভাষার জন্য আমরা জীবন দিলাম। সেই ভাষার মেলায় এসে অন্তর্ত কিছু বই কিনে আনুন। বাংলার জন্য লাখো শহীদ জীবন দিয়েছেন। তাদের মান আমরা কেমন করে ভূলে যাই। তাঁরা তো আমাদের বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে অর্জন করেছে। বই মেলা শুধু পাঠকদের জন্য নয়, কবি ও লেখকদের এক মিলনমেলা। তারা সবাই একত্রে একটু সময় কাটাচ্ছে, মনের কিছু কথা আদান-প্রদান করতে পারছে ইত্যাদি। সবার মধ্যেই মেলবন্ধন তৈরি হয়।মেলার অন্তিম মুহূর্তে হলেও এসে পছন্দের কিছু বই কিনুন।
তাই আমি আবার ও বলছি,
মেলায় আসুন, মেলা উপভোগ করুন, লেখকদের অনুপ্রেরণা দিন। বই কিনুন, বই প্রিয়জনকে উপহার দিন।